Pandit Vijay Kumar Kichlu: ফের নক্ষত্রপতন! চলে গেলেন পণ্ডিত বিজয়কুমার কিচলু

।। প্রথম কলকাতা ।।

Pandit Vijay Kumar Kichlu: প্রয়াত সঙ্গীতশিল্পী পণ্ডিত বিজয়কুমার কিচলু। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শিল্পী। এর পর শুক্রবার শ্বাসকষ্টের সমস্যা হলে দক্ষিণ কলকাতার (South Kolkata) এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Pandit Vijay Kumar Kichlu)। সঙ্গীত জগত হারালো এক অভিভাবককে। সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি তৈরিতে যিনি অন্যতম ভূমিকা নিয়েছিলেন।

আগ্রা ঘরানার এই সঙ্গীতশিল্পী পদ্মশ্রী (Padma Shri) ছাড়াও নানা সম্মানে সম্মানিত হয়েছেন। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার বেলা ১২টার সময় রবীন্দ্র সদনে পণ্ডিতজীর দেহ শায়িত থাকবে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর ছাত্র-ছাত্রী সহ ভক্তরা। তাঁর ছেলে রোহিত কিচলু জানিয়েছেন, বাবা নিজের গোটা জীবনটা সঙ্গীতকেই দিয়ে দিয়েছেন। সঙ্গীতের সাধক ছিলেন তিনি।

সাল ১৯৩০, ১৬ সেপ্টেম্বর আলমোড়ায় জন্ম তাঁর। ইতিহাসে স্নাতকোত্তর করার সময় থেকেই আগ্রা ঘরানার গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ১৯৫৫-তে ব্রিটিশ শিপিং কোম্পানিতে উচ্চপদে আসীন হন এবং কলকাতায় আসেন। খুব কম সময়ের মধ্যেই কুমারপ্রসাদ মুখোপাধ্যায়, জ্ঞানপ্রকাশ ঘোষের মতো শিল্পীদের সান্নিধ্যে আসেন তিনি। চাকরির জন্য পা রেখেছিলেন তিলোত্তমায়, কিন্তু আমৃত্যু এই শহরেই থেকে গিয়েছিলেন। তাঁর চলে যাওয়া সঙ্গীত জগতের জন্য অনেক বড় ক্ষতি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি লিখেছেন, ‘পণ্ডিত বিজয় কিচলুর প্রয়াণে আমি শোক প্রকাশ করছি। আগ্রা ঘরানার এই শিল্পী ছিলেন আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির কর্ণধার। তাঁর প্রশিক্ষণে সঙ্গীত জগত পেয়েছে অগণিত নবীন শিল্পীকে। বিজয় কিচলুর পরিবার ও পরিজন সহ অনুরাগীদের আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি’। সঙ্গীতের জন্য নিজের গোটা জীবন অতিবাহিত করে দিয়েছিলেন এই শিল্পী। শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version