।। প্রথম কলকাতা ।।
Lakshmi Puja 2023: বহু বছর পর লক্ষ্মীপুজোয় বিরল যোগ। তাই কোজাগরী লক্ষ্মীপুজোয় ভুলেও এই পাঁচ কাজ করবেন না, আর্থিক সঙ্কটে ভুগতে না চাইলে সতর্ক হন। লক্ষ্মীপুজোর দিনেই আবার চন্দ্রগ্রহণ! আপনার চাকরি থেকে প্রেমজীবন তছনছ হবে না তো? দুর্গাপুজো পার হতেই এবার মা লক্ষ্মীর আগমন। আশ্বিনের পূর্ণিমা তিথিতে পড়ছে লক্ষ্মীপুজো। কিন্তু বিশেষ করে এই বছর এদিনের বেশ গুরুত্ব রয়েছে। তাই এই ভুলগুলো একেবারেই করবেন না।
এই পুজো সূর্যাস্তের পর বিশেষ পূর্ণিমা তিথিতে হয়। মনে করা হয়, প্রদীপ জ্বালিয়ে যে ঘরে এই পুজো হবে। সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। লক্ষ্মীপুজোয় সাধারণত কাঁসার কিংবা স্টিলের বাসনই ব্যবহার করুন। লোহার বাসন একদম নয়। এই বাসন দিয়ে একমাত্র অলক্ষ্মী পুজোর কাজই করা হয়। লক্ষ্মীপুজোর উপাচারে তুলসী পাতা ভুলেও ব্যবহার করবেন না। কারণ পুরান মতে বিষ্ণুর বিয়ে হয়েছিল তুলসী দেবীর সঙ্গে। তাই পুজোয় তুলসীর ব্যবহার একেবারেই পছন্দ করেন না দেবী লক্ষ্মী। লক্ষ্মীকে কখনও সাদা ফুল দিয়ে পুজো করবেন না। পরিবর্তে লাল কিংবা গোলাপি রঙের ফুল দিন। তাতে আপনার জীবন হয়ে উঠবে আরও সুখের।
এ বছরের শেষ চন্দ্রগ্রহণ পালিত হলে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনেই। একদিকে গ্রহণ অন্যদিকে লক্ষি্মীপুজো এদিন বেশ কিছু রাশির উপর শুভ ও অশুভ দুই প্রভাব পড়তে চলেছে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণের দিনে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের শত্রুদের থেকে সতর্ক থাকা উচিত। জীবনে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। যে কাজই কারুন না কেন, তা গোপনে সারতে পারেন আপনি। যে কাজ করবেন তার তথ্য যদি ফাঁস হয়ে যায়, তাহলে বিপদে পড়তে পারেন আপনি। পদমর্যাদা ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অশুভ প্রভাব পড়তে চলেছে। ব্যক্তিগত বা পেশাগত জীবন দারুণ প্রভাব ফেলতে চলেছে। চন্দ্রগ্রহণের দিন, কোনও বিনিয়োগ বা নতুন ব্যবসা বা কোনও কাজ শুরু করবেন না তাতে আপনার ক্ষতিই হতে পারে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন কারণ সেই সময় থেকেই শরীর খারাপ হতে পারে।
আগামী শনিবার লক্ষ্মীপুজো। ধন সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন দেবী। কোজাগরী লক্ষ্মীপুজো ২৮ অক্টোবর, শনিবার, সকাল ৪টে ১০ মিনিটে। পূর্ণিমার তিথি ও মুহূর্ত শেষ হবে ২৯ অক্টোবর, রবিবার সকাল ১টা ৫০ মিনিটে। এই সময়ের মধ্যেই পুজোর আচার পালন করতে হবে। কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করলে মা সকলের মনোবাসনা পূর্ণ করেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম