Holika Dahan 2023: হোলিকা দহনের শিখায় বিশেষ বার্তা, যে ভুলে বাড়বে বিপদ!

।। প্রথম কলকাতা ।।

Holika Dahan 2023: ২০২৩ সালে ৭ই মার্চ অর্থাৎ মঙ্গলবার হোলিকা দহন (Holika Dahan) রয়েছে। ৮ই মার্চ গোটা দেশ জুড়ে পালন করা হবে হোলি উৎসব। তার আগের দিন রয়েছে হোলিকা দহন। বাঙালির কাছে হোলিকা দহন ন্যাড়া পোড়া নামে বিশেষ ভাবে পরিচিত। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলিকা দহন হয় এবং পরের দিন রং দিয়ে হোলি (Holi) খেলা হয়। এটি একটি ধর্মীয় বিশ্বাস। মনে করা হয়, ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদকে হোলিকার কোলে বসিয়ে হিরণ্যকশিপু জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। সেই সময় হোলিকা নিজে পুড়ে মারা যান। কিন্তু প্রহ্লাদের কোন ক্ষতি হয়নি। সেদিন ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা। সেই থেকে হোলিকা দহন শুরু। হোলিকা দহন মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক হিসাবে সঞ্চালিত হয়। শুভ সময়ে হোলিকা দহনের পুজো করা খুবই গুরুত্বপূর্ণ।

হোলিকা দহনের সময় যে ভুল এড়িয়ে যাবেন

হোলিকা দহনের শিখা নির্দেশ

উপরোক্ত এই ধ্যান-ধারণা গুলি সাধারণত প্রচলিত বিশ্বাসের উপর গড়ে উঠেছে। এগুলির সাথে কোন বৈজ্ঞানিক যুক্তি জড়িয়ে নেই। এই প্রচলিত বিশ্বাস গুলি মানা বা না মানা ব্যক্তির নিজস্ব ব্যাপার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version