সিঙ্গাপুরে স্পেশাল মিটিং গোয়েন্দাদের! কি নিয়ে আলোচনা? ফাঁস সিক্রেট

।। প্রথম কলকাতা ।।

লোকচক্ষুর আড়ালে হয়ে গেল সিঙ্গাপুরের সিক্রেট মিটিং, যেখানে হাজির ছিলেন বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা। ভারত সহ আর কোন কোন দেশের গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন? গোপনীয়তা বজায় রেখে ঠিক কি নিয়ে হলো আলোচনা? সিক্রেট মিটিং এর খবর ফাঁস হতেই চারিদিকে হুলস্থুল। কতটা কনফিডেন্সিয়াল ওই মিটিং, যে এতো রাখঢাক? কারণ টা জানেন? নিজেদেরকে গোপনে রেখে, তদন্ত করে, আসল ইনফরমেশন খুঁজে বের করাই গোয়েন্দাদের কাজ। সেই গোয়েন্দারাই সিক্রেট মিটিং সারলেন সিঙ্গাপুরে। বিশ্বের ২৪ টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত।

ওই সিক্রেট মিটিংয়ে উপস্থিত ছিলেন, ভারত, আমেরিকা, চীনের গোয়েন্দা সংস্থার প্রধানেরাও। হাজির ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ মানে ‘র’-এর সামুদ্রিক অঞ্চলের দেশগুলির গোয়েন্দা বিভাগের প্রধান সামন্ত গোয়েল। কিন্তু কি কারণে এই মিটিং? কি নিয়েই বা আলোচনা?এই সিঙ্গাপুর সরকার দ্বারা আয়োজিত এই সিক্রেট মিটিং সম্পর্কে জানেন এমন পাঁচজন রয়টার্সকে যা তথ্য দিয়েছেন, সেই অনুযায়ী খোলামেলা কূটনৈতিক আলোচনায় যা বলা যায় না তা এখানে আলোচনা করে গোয়েন্দা সংস্থাগুলো। যেখানে পরস্পরের সঙ্গে সংযোগ রাখতে গোয়েন্দারা কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইনফরমেশন আদানপ্রদান করেন। সেই যোগাযোগ এর ‘বোঝাপড়া’ বাড়াতেই এই ধরনের মিটিংয়ের আয়োজন করা হয়। উত্তেজনামূলক পরিস্থিতিতে যা খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই সিক্রেট মিটিংয়ে আমেরিকা এবং চীনের উপস্থিত থাকার খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে।
কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন কারণে উত্তেজনা রয়েছে। এছাড়া রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও ইউক্রেনে যুদ্ধ এবং আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সিক্রেট মিটিংয়ে। কিন্তু, এই ধরনের কনফিডেন্সিয়াল মিটিং এবারেই কি প্রথম? না, তা নয়। গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে প্রতিবারই এই নিরাপত্তা সংক্রান্ত মিটিং আয়োজিত হয় খুব গোপনে, একেবারে আলাদা এবং নির্জন জায়গায়। আগে থেকে সেই সম্পর্কে প্রকাশ্যে কিছুই জানানো হয় না। তবে এবারের সিক্রেট মিটিং শেষে জানা গেছে, আলোচনার সুর ছিল সহযোগিতামূলক, দ্বন্দ্বমূলক নয়। যদিও, নয়াদিল্লি এমন বৈঠক সম্পর্কে কিছু জানায়নি। নীরব চিন, আমেরিকা ও অন্যান্য দেশও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version