Spanish Village: আস্ত একটা গ্রামের মূল্য ২ কোটি ! বিক্রির জন্য প্রস্তুত স্পেনের ‘সালতো দে কাস্ত্রো’

।। প্রথম কলকাতা ।।

Spanish Village: বাড়ি-গাড়ি, জমি-জায়গা নয় এবার রীতিমতো গ্রাম বিক্রির বিজ্ঞপ্তি! শুনতে অবাক লাগলেও এই তথ্য বিন্দুমাত্র ভুল নয়। এক ব্যবসায়ী তাঁর কেনা সাধের গ্রামকে এবার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই গ্রামটি হল স্পেনের সালতো দে কাস্ত্রো। পর্তুগাল সীমান্তে জামোড়া প্রদেশের কাছে গেলেই দেখা মিলবে এই ছোট্ট একটা গ্রামের। যদিও গ্রামটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন তাঁর মালিক কিন্তু বর্তমানে সেই স্বপ্নকে আর্থিক দুরবস্থার কাছে মাথা নত করতে হয়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় নিজের গ্রাম বেঁচে দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মালিক।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সালতো দে কাস্ত্রোর মালিক রনি রদ্রিগেজ এই গ্রামটি কিনেছিলেন। উন্নতমানের এক পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য সেই গ্রামে ৪৪টি বাড়ি, একটি হোটেল, একটি স্কুল, একটি গির্জা সহ আরও বেশকিছু জিনিস তৈরি করার জন্য নির্দিষ্ট জায়গাও রয়েছে। কিন্তু ওই গ্রামে বসবাস করেন না কোন বাসিন্দারা। ২০২০ সালের শুরুতে রনি এই গ্রামটি কিনে নিয়েছিলেন। তিনি রয়্যাল ইনভেস্ট নামে একটি সংস্থার কর্ণধার।

তবে কেন আচমকা নিজের গ্রাম বিক্রি করতে চাইছেন এই ব্যবসায়ী ?

রনি রদ্রিগেজের কথায়, তাঁর পরিকল্পনা ছিল যে এই গ্রামটিকে একেবারে নতুনভাবে তৈরি করবেন তিনি। বিশ্বসেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। কিন্তু তাতে পথের কাঁটা হয়ে দাঁড়ায় করোনা। লকডাউনের ফলে সবকিছুই থমকে যায় । একইসঙ্গে ইউরোপ জুড়ে ব্যবসায় ব্যাপক মন্দা দেখা দেয় । সেই আর্থিক মন্দার কবলে পড়তে হয় ব্যবসায়ী রদ্রিগেজকেও । যার কারণে ওই গ্রামে উন্নত মানের পর্যটন শিল্প তৈরি করার স্বপ্নকে তিনি আপাতত সরিয়ে রেখেছেন। এছাড়াও সংবাদমাধ্যমে তিনি জানান, গ্রামের যারা বাসিন্দা ছিলেন তাদের সিংহভাগই শহরে চলে এসেছেন । তিনি নিজেও শহরে থাকেন। তাই গ্রামটির দেখাশোনা ঠিকভাবে হচ্ছে না। বর্তমানে ভূতুড়ে চেহারা ধারণ করেছে সেটি। ভারতীয় মুদ্রায় সালতো দে কাস্ত্রোর মূল্য দাঁড়িয়েছেন ২ কোটি ১৬ লক্ষ ৮৭ হাজার ৮৩১ টাকা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version