।। প্রথম কলকাতা ।।
এশিয়া কাপ ২০২৩ নিয়ে বিতর্ক অব্যাহত! শোনা যাচ্ছে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। জানা গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেশের বাইরে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা নিয়ে পাকিস্তান ক্রিকেট হতাশা প্রকাশ করছে। তবে পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক বলেছেন যে ৫০-ওভারের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা একটি বুদ্ধিমানের পদক্ষেপ হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপ ২০২৩-এর আয়োজন নিয়ে মতবিরোধে রয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০-ওভারের টুর্নামেন্টের হোস্টিং অধিকার রয়েছে পাকিস্তানের। তবে বিসিসিআই সচিব জানিয়েছিলেন পাকিস্তানে টুর্নামেন্ট হলে ভারত দল পাঠাবে না। পাল্টা সুরে ভারতকে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় প্রাক্তন পিসিবি প্রধান রামিজ রাজা।
বাহরিনে সদ্য সমাপ্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বিসিসিআই সেক্রেটারি জে শাহ এবং পিসিবি প্রধান নাজাম শেঠি উপস্থিত ছিলেন, এশিয়া কাপ আয়োজনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানায় মহাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এদিন জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, “এটা ক্রিকেটের জন্য ভালো। আর ক্রিকেটের প্রচারের জন্য। ভারত-পাকিস্তান খেলা শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই হয়। যদি এশিয়া কাপ দুবাইতে স্থানান্তরিত হয়, তবে এটি সেরা বিকল্প। এটা ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য ভালো।”
তিনি আরও বলেন, “এটা এভাবে হয় না। এটা বছরের পর বছর ধরে চলছে। এটি আদর্শ যদি উভয় বোর্ড বসে সমস্যাগুলি সমাধান করে তবে এটি দুর্দান্ত হবে। উভয় বোর্ডের এই সমস্যাটি সমাধান করা উচিত।”
ভারত ও পাকিস্তান ২০১২-১৩ মরসুম থেকে কোন দ্বিপাক্ষিক ক্রিকেট খেলেনি। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং এসিসি ইভেন্টে দেখা হয়েছে। দুটি দল ২০২২ সালে সর্বাধিক ৩বার মুখোমুখি হয়েছিল, যার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিও রয়েছে যেখানে ভারত শেষ ওভারে একটি অসাধারণ জয় পেয়েছিল।