Bangladesh: শেখ হাসিনা অসাধারণ মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলি

।। প্রথম কলকাতা ।।

Bangladesh: ‘অসাধারণ মানুষ’ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা(PM Sheikh Hasina)। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গাঙ্গুলি(Sourav Ganguly)। শেখ হাসিনা একজন সরকার প্রধান, অথচ সাবলীল জীবন যাপন, কথাবার্তা থেকে শুরু করে তাঁর কৃষি অনুশীলন বাঙালিকে আশ্চর্য করে। গোটা দেশ সামলানোর পাশাপাশি নিজেকে সম্পৃক্ত রেখেছেন মাটি আর ফসলের সংস্পর্শে। খেলাধুলা সম্পর্কেও খুব ইন্টারেস্ট। সম্প্রতি বাংলাদেশে(Bangladesh) গিয়েছিলেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। তাঁর মুখে শেখ হাসিনা সম্পর্কে শোনা গেল প্রশংসায় ভরা একগুচ্ছ কথা। একজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ব্যবহার সত্যি অভাবনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এত বড় জায়গায় কেন? সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ ক্রিকেট(Bangladesh Cricket) দলে কি যোগ দেবেন? কি বললেন?

সৌরভ গাঙ্গুলির কথায় ওনার(শেখ হাসিনা) সবচেয়ে ভালো, উনি এত ব্যস্ত ওনার এত স্ট্রেস অথচ সারা বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে সেটা অবশ্যই দেখেন। খেলাধুলার প্রতিও ওনার খুব ইন্টারেস্ট। উনি অসাধারণ মানুষ। তাঁর কথা অনুযায়ী, আমার ফেভারিট মানুষ আপনাদের প্রধানমন্ত্রী। ওনার সাথে দেখা করে এলাম। এমনি কোন কাজ নয়। এমনি জাস্ট ওনার দেশে আসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর নানান বিষয়ে কথা হয়েছে। এমনকি ক্রিকেট নিয়েও কথা হয়েছে। ক্রিকেটেও প্রধানমন্ত্রীর ইন্টারেস্ট রয়েছে। বাংলাদেশের ক্রিকেট বা খেলাধুলার জগত কিভাবে উন্নতি করা যায় সে দিকে তিনি সতর্ক দৃষ্টি রেখেছেন। সৌরভ গাঙ্গুলিকে শেখ হাসিনা জানিয়েছেন, উনি বাংলাদেশে বড় বড় মাঠকে বিল্ডিং সোসাইটি হতে বারণ করেছেন। যাতে ছেলে মেয়েরা খেলতে পারে। উনি এত বড় মানুষ এত ব্যস্ত মানুষ সেখানে থেকেও এত ছোট্ট ছোট্ট জিনিস তাঁকে এত আনন্দ দেয়, এত ছোট্ট ছোট্ট জিনিস উনি মনে রাখেন, সেই জন্য মানুষ এত বড় জায়গায় পৌঁছায়।

২৪ শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশের গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌরভ গাঙ্গুলি সাক্ষাৎ করেন। তারপর দুপুরে রাজধানী ঢাকার গুলশানে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তাঁর কথায় দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে নানান প্রশংসামূলক কথা। সৌরভ গাঙ্গুলি কোভিড টেস্ট করিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু ডোনা গাঙ্গুলির টেস্ট হয়নি। তাই তিনি প্রথমে দেখা করতে যেতে পারেনি। কিন্তু শেখ হাসিনা জানান দ্রুত টেস্ট করিয়ে যেন ডোনা গাঙ্গুলিকে নিয়ে যাওয়া হয়। তারপর এক ফ্রেমে বন্দি হয়েছেন তিনজনে। সেই ছবি এখন নেটিজেনদের হাতে হাতে ঘুরছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজিত মেয়র কাপ সিজন থ্রি এর লোগো আর ট্রফি উন্মোচন করতে সস্ত্রীক ঢাকায় গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশে আসা প্রসঙ্গে তিনি জানান, যতদূর মনে পড়ে দূর মনে পড়ে বাংলাদেশের প্রথম এসেছিলেন ১৯৮৯ সালে অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে। ২০০০ সাল নাগাদ বাংলাদেশে টেস্ট খেলেন, তখন এসে এত আতিথেয়তা পান যা তাঁকে মুগ্ধ করেছিল। দাদার কথায় বহু বছর ধরে বাংলাদেশের সঙ্গে তাঁর সম্পর্ক। যতবার বাংলাদেশে আসেন অসাধারণ লাগে। এখানে তিনি ভালোবাসা পান। ভালোবাসা মানেই অকৃত্রিম ভালোবাসা। পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের ক্রিকেটের সম্ভাবনা নিয়ে নানান দিকে আলোকপাত করেছেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে সৌরভ গাঙ্গুলী আশাবাদী । বাংলাদেশের উন্নতি দেখতে তাঁর ভালো লাগে। তিনি বাংলাদেশের খেলার খবরও রাখেন। তাঁর কথায় বাংলাদেশ খুব ভালো টিম, বাংলাদেশে প্রচুর ভালো প্লেয়ার রয়েছে। ১৭ কোটি মানুষের মধ্যে যে এত ট্যালেন্ট বেরোয় তা সত্যি অবাক করার। বোলিং ব্যাটিং থেকে শুরু করে অলরাউন্ডার সবকিছুর খবর তিনি রাখেন।

তিনি ঢাকার পরিকাঠামো উন্নয়নের বিষয়েও প্রশংসা করেছেন। সহজ কথায় বাংলাদেশের উন্নতিতে বেশ খুশি সৌরভ গাঙ্গুলি। সংবাদ প্রতিনিধিরা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, যদি বাংলাদেশে কোচ হওয়ার প্রস্তাব পান তাহলে তিনি কি করবেন? তাঁর কথায় “জানি না, ভবিষ্যতে দেখা যাবে। ভারতে তো অক্টোবরে বিশ্বকাপ। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমি আইপিএলে আছি। দক্ষিণ আফ্রিকান লিগেও জড়িত আছি। পাপন ভাই আমার দাদার মতো। আমার সঙ্গে এতো ভালো সম্পর্ক। তো কথা হলে পরবর্তীকালে কোনো সময়, তখন কথা হবে।” বাংলাদেশের বিসিবি( বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তাঁর দীর্ঘ সময় ধরে সুসম্পর্কের কথাও বলেন। পাপন ভাই তাঁকে বলেছিলে বাংলাদেশ সবাইকে হারিয়েছে কিন্তু ইংল্যান্ডকে হারাতে পারেনি। তখন সৌরভ গাঙ্গুলি বলেন, ঠিকমতো খেললে ইংল্যান্ড কেউ হারিয়ে দেবেন। সৌরভ গাঙ্গুলি মনে করেন, বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালে পৌঁছানোর ক্ষমতা রাখে। যেখানে বোলিং ব্যাটিং এ শাকিবের মতো অলরাউন্ডার রয়েছে সেখানে সম্ভাবনা থাকাই স্বাভাবিক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version