Bangladesh: নতুন বিতর্কে সাকিব! খুনের মামলায় পলাতক আসামীর দোকান উদ্বোধনে গিয়ে বিতর্কে বাংলাদেশ অলরাউন্ডার

।। প্রথম কলকাতা ।।

Bangladesh: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে (Shakib Al Hasan)। ফের বিতর্কে জড়ালেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিব আল হাসানের নেতৃত্বে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে চমক দিয়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের পরেই দুবাই উড়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবের দুবাই যাত্রা নিয়ে শুরু হয় জল্পনা। পরে জানা যায় আরবে একটি জুয়েলারি দোকানের উদ্বোধনে গেছেন সাকিব। একটি ভিডিও বার্তায় এই তথ্য দেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার স্বয়ং। শুধু সাকিব নন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেছেন প্রার্থনা দীঘি, হিরো আলম সহ আরও অনেক তারকারা।

আর এখানেই বিতর্কের সূত্রপাত। দুবাইয়ের ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম। যিনি পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি! ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে তিনি বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন। বিভিন্ন প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালের ৭ জুলাই ঢাকার একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন এমরান। জানা যায়, হত্যার পর মরদেহ পুড়িয়ে গাজীপুরে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান।

এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। মূল অভিযুক্ত রবিউল ইসলামের পরিবর্তে জেলে যান চাঁদপুরের কচুয়া উপজেলার এক ব্যক্তি। ২০২০ সালে রবিউল ভারতীয় পাসপোর্ট পান। যাতে তার নাম বদলে লেখা হয় ‘আরাভ খান’। ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ অক্টোবর পর্যন্ত তিন বছর মেয়াদি ভিসা পান তিনি। উড়ে যান দুবাইয়ে। পরে খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলামের দুবাইয়ে জুয়েলারি ব্যবসার বিষয়টি নজরে আসে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের।

ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশের প্রধান হারুন রশিদ জানান, “হত্যা মামলার সাজা থেকে বাঁচতে আবু ইউসুফ লিমন নামে এক ব্যক্তিকে বিকেএসপিতে খেলার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখান রবিউল ইসলাম। প্রলোভনে পা দিয়ে আদালতে আরাভের বদলে আত্মসমর্পণ করেন ওই ব্যক্তি। আদালত শাস্তিস্বরূপ ওই ব্যক্তিকে কারাবাসের নির্দেশ দেয়। সেই সুযোগে এক সরকারি কর্মকর্তার সাহায্য নিয়ে নকল পাসপোর্ট বানিয়ে দেশত্যাগ করে দুবাইয়ে পাড়ি দেন রবিউল। পরে বিষয়টি জানাজানি হতে ওই ব্যক্তিকে মুক্তি দেয় আদালত।”

গতকাল সন্ধ্যায় মামুন এমরান খুনের মামলায় পলাতক আসামী রবিউল ইসলামের জুয়েলারি দোকানের উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিতর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান বাংলাদেশ অলরাউন্ডার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version