Saudi Arabia Pakistan: পাকিস্তানকে টাকা ফেরতের হুঁশিয়ারি সৌদির, হজযাত্রীদের ওপর বড় প্রভাব! কীভাবে বন্ধু হল শত্রু?

।। প্রথম কলকাতা ।।

Saudi Arabia Pakistan: পাকিস্তানের থেকে সৌদি আরব টাকা ফেরত চায় বড় হুঁশিয়ারি। পাকিস্তানের বড় ধর্মীয় কাজ বন্ধ হবে সৌদির টাকা না ফেরত দিতে পারলে। চীনকে ইসলামাবাদের বেশি গুরুত্ব মেনে নিতে পারলেন না যুবরাজ সলমান। এঅবস্থা সৌদিতে কি করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ? এ তো গলায় গলায় বন্ধুত্ব ছিল৷ দু সপ্তাহ আগেই সৌদির যুবরাজের সঙ্গেই প্যারিসে বড় মিটিং করেছিলেন শাহবাজ শরিফ। এবার তার এই পরিণতি? হজযাত্রীরা আটকে যেতে পারে, হলটা কী?

৮ বিলিয়ন ডলার ইসলামাবাদকে দিয়ে সাহায্য করেছিল সৌদি। তাহলে এমন কী হয়ে গেল যে টাকা ফেরত চাইছে তারা। বলা হচ্ছে হজযাত্রী যাদের এবার বাড়ি ফেরার পালা তাদের ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করা হবে যদি পাকিস্তান সৌদিকে টাকা ফেরত না দেয়। সম্প্রতি শাহবাজ শরিফ পাকিস্তানকে দেউলিয়া হওয়ার থেকে বাঁচানোয় চীনের বড় প্রশংসা করেছিল। তাঁর মুখে সৌদি ও আরব আমিরাতেরও নাম শোনা গিয়েছিল। কিন্তু সেটাও অনেকটাই পরে। ঠিক সেখানেই কি চটে গেলেন যুবরাজ সলমান। এরই মধ্যে পাকিস্তানের সংবাদমাধ্যমের রিপোর্ট মেয়ে মরিয়ম শরিফকে নিয়ে সৌদি আরবে উড়ে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে রিপোর্ট যতটুকু জানা যাচ্ছে তাতে মক্কার যাওয়ার উদ্দেশ্যে নওয়াজ সৌদি পাড়ি দিলেনও এবার দেশে ফেরার বন্দোবস্ত জোরদার চলছে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশক দারের দাবি তাদের দেশে সাধারণ নির্বাচন হওয়ার আগেই দেশে ফিরবেন নওয়াজ শরিফ। সৌদিতেই নাকি একের পর এক বৈঠক করবেন, একাধিক বিনিয়োগকারীদের সঙ্গে তাতে কি পাকিস্তানের বর্তমান সমস্যার সমাধান হবে?

বিশেষজ্ঞরা বলছেন এর সঙ্গে সৌদির টাকা ফেরতের কোনও সম্পর্ক নেই। পাকিস্তানের ন্যাশনাল এয়ারলাইন্স (PIA)র সৌদি আরবের কাছে ৪৮ মিলিয়ন ডলার বাকী রয়েছে, তাই সৌদির জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন এবার টাকা ফেরত চায়। শুধু পাকিস্তান কেন বিশ্বের বহু দেশ থেকে মুসলিমরা হজ করতে গিয়েছেন সৌদিতে। তবে এবার তাদের ফেরার পালা। সৌদির এয়ারলাইন্স GACA রীতিমত ওয়ার্নিং দিয়ে দিয়েছে পাকিস্তান টাকা ফেরত না দিলে এবার হজযাত্রীদের ফেরার ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করা হবে। ওয়াকিবহাল মহল বলছে, পাকিস্তান সরকারের আন্তর্জাতিক এয়ারলাইন্সের অবস্থা এতটাই খারাপ যে যেকোনো মূহুর্তে বন্ধ হয়ে যেতে পারে পাকিস্তানের এই এয়ারলাইন্স। ঠিক একমাস আগে এরকমই অপমানের মুখে পড়তে হয়েছিল PIA কে। মালয়েশিয়া সিজ করে নিয়েছিল পাকিস্তানের বোয়িং প্লেন কারণ সেদেশেও PIA নামক এক সংস্থাকে ৪ মিলিয়ন ডলার ফেরত দিতে পারেনি ইসলামাবাদ। পাকিস্তানের দেওয়ার থেকে নেওয়ার হিসেবটাই আসলে অনেক বেশি।

এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থেকে লিজে নেওয়া বহু এয়ারক্রাফটের টাকা না মেটাতে পারায় এবার সেগুলো যুক্তরাষ্ট্রকে ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখানেই থামতে হয় কারণ পাকিস্তানের বিশেষজ্ঞদেরই দাবি, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অবস্থা এখন তো বরং বহুবছর ধরেই লসে রান করছে। ২০২০ সালে প্রায় ২৫০ মিলিয়ন ডলারের লস হয়েছিল PIA এর। সেই বছর তো PIA কে ব্যানও করে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা নিয়ে গাফিলতি নিয়ে। এমনকি এমনও কথা শোনা যায় যারা PIAতে কাজ করেন তারাও রীতিমত অশিক্ষিত, শুধুমাত্র রাজনৈতিক জোর খাটিয়ে তারা সেই পজিশনে রয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে সৌদিকে এবার কীভাবে ৪৮ মিলিয়ন ডলার ফেরত দেবে পাকিস্তান? নাকি সেখানেই আবার পা ধরতে হবে সৌদির?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version