Meta india head sandhya: ভারতে মেটার শীর্ষ পদে সন্ধ্যা দেবনাথন, কী তার পরিচয়?

।। প্রথম কলকাতা ।।

Meta india head sandhya: কিছুদিন আগে মেটায় বিপুল সংখ্যায় কর্মচারী থাকার সিদ্ধান্ত নেন সংস্থার কর্তৃপক্ষ। মার্ক জুকেরবার্গ এক আবেগঘন বিবৃতিতে জানিয়ে দিয়েছিলেন সংস্থার প্রতিষ্ঠা লগ্ন থেকে
কখনও এত কঠিন সিদ্ধান্ত নিতে হয়নি তাদের। সপ্তাহ দুয়েক আগে চাকরি ছেড়েছিলেন ফেসবুকের ভারতীয় শাখার দায়িত্বে থাকা অজিত মোহন। এবার ফেসবুকের মূল সংস্থা মেটার ভারতীয় শাখার প্রধান হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমবিএ সন্ধ্যা দেবনাথন।

১৯৯৮ সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে বিটেক পাশ করেন সন্ধ্যা দেবনাথন। ২০০০ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। দীর্ঘ ২২ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে সন্ধ্যা দেবনাথনের।

ব্যাংকিং ও আর্থিক লেনদেনের প্রযুক্তি বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক মাপের গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে তিনি ২২ বছর ধরে যুক্ত আছেন। ২০১৬ সালে তিনি মেটায় যোগদান করেন, তারপর সিঙ্গাপুর ও ভিয়েতনামের পাশাপাশি সংস্থার ই-কমার্স শাখার বাণিজ্যকে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সন্ধ্যা দেবনাথনের হাত ধরে ভারতে
ব্যবসার অগ্রগতি ঘটবে বলে আশাবাদী মেটা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত ফেসবুক, হোয়াটসআপএর মূল প্ল্যাটফর্ম হল মেটা। ভারতের সমগ্র এই প্ল্যাটফর্মের দায়িত্বে ছিলেন অজিত মোহন। গত ১৫ ই নভেম্বর ভারতের হোয়াটসঅ্যাপের প্রধান অভিজিৎ বসু এবং মেটার ইন্ডিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর পদে রাজীব আগারওয়াল ইস্তফা দেওয়ার একদিন পরই ইস্তফা দেন অজিত মোহন। এবার তার জায়গাতে এলেন সন্ধ্যা দেবানাথন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে ভারতে ব্যবসার উন্নতির জন্য মেটার দায়িত্ব সন্ধ্যা দেবনাথনকে দেওয়া হয়েছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version