Lopamudra Mitra: ‘গা বাঁচানোর আরেক নাম সহ্য’, ফেসবুকে কেন লিখলেন লোপামুদ্রা মিত্র ?

।। প্রথম কলকাতা।।

Lopamudra Mitra: গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা। এককথায় বলা চলে গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। চাতকের মত আকাশ পানে চেয়ে বৃষ্টির অপেক্ষায়। চারদিকে তীব্র গরমে মানুষের অবস্থা কাহিল। কাজ করতে পারছে না মানুষ, বাচ্চাদের পড়াশোনা করতে কষ্ট। গাছপালা নেই, চারদিক ইট পাথরে মোড়া। গরম ক্রমাগত বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে এসি না থাকলে কীভাবে ঘর ঠাণ্ডা রাখা যায় তার নানা উপায় অবলম্বন করছে অনেকেই। কিন্তু কাজের কাজ সেইভাবে কিছুই হচ্ছে না। এই গরমের কারণ গাছ কাটার ফল। এমনই মন্তব্য করে কলকাতা পুরসভা ও মেয়র ফিরহাদ হাকিমকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করলেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র।

গায়িকা ফেসবুকে লেখেন, “সচারচর ট্যাগ করি না। কিন্তু করলাম। গরমটা কি সহ্য হচ্ছে? হবে? আমার পাড়ায় ফুটপাথের ধারে যে বড় গাছগুলো আছে, বড় বা ছোট ঝড় এলে কেউ বাঁচবে না। কারণ, শেকড় মেলার জায়গা নেই, ঘাড়ের কাছে বড় বড় বাড়ি, ডালপালার ব্যালেন্স কমে যাচ্ছে। যে গাছগুলো গত বছর ঝড়ে বা আমফান, ইয়াশে পড়ে গেছে, তাদের জায়গায় আমরা নতুন কোন গাছ বসাইনি, কিছু গাছ বসালেও তার যত্ন নিইনি। লেক, সার্দান অ্যাভনিউ বিরাট অঞ্চল জুড়ে অনেক অনেক গাছ আজ আর নেই।” “দক্ষিণ কলকাতার লেকে কি জঙ্গল বানাতে পারি না আমরা? আমি আমার এলাকাটুকু নিয়েই আপাতত ভাবছি, স্বার্থপরের মতো। কিছু কি করা যেতে পারে? সবাই মিলে? গা বাঁচানোর আরেক নাম সহ্য, আর হচ্ছে কি?” এককথায় বলা চলে সকলের কাছে বিশেষ আর্জি জানালেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version