Russia lost Alaska: নিজের দোষে কপাল পুড়ছে রাশিয়ার, আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে জ্যাকপট!

।। প্রথম কলকাতা ।।

Russia lost Alaska: এতদিনে গোটা বিশ্বে দাপট চালাতে পারত রাশিয়া (Russia)! ভাগ্যের ফেরে আমেরিকাকে (America) দিয়ে দিয়েছে সিক্রেট বক্স (Secret Box)। যার জন্য ফুলেঁ ফেঁপে উঠছে বাইডেন সরকার, মহা আফসোসে রাশিয়া! আসল জ্যাকপট বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে! যার মধ্যে ছিল তাল তাল সোনা।

গোটা বিশ্ব দেখছে ইউক্রেনের (Ukraine) মতো কম শক্তিশালী রাষ্ট্রের কাছে কিভাবে ঝিমিয়ে পড়ছে রাশিয়া (Russia)। টানা ১০ মাস যুদ্ধ করেও রাশিয়া তাকে কাবু করতে পারেনি। বিশ্ব মানচিত্রে রাশিয়ার ঘুঁটি চাইলে আরো শক্তিশালী হত, কিন্তু সেই শক্ত ঘুঁটি রাশিয়া বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে। একসময়ের রাশিয়ার নিষ্ফলা আলাস্কা (Alaska) আমেরিকার কাছে এখন শক্তিশালী সম্পদ। বিশ্ব মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে আলাস্কা রয়েছে আমেরিকার কাছে, কিন্তু এই এলাকা ছিল রাশিয়ার। মাত্র ৭২ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে আমেরিকা রাশিয়ার কাছ থেকে কিনে নেয়। সময়টা ১৮৬৭ সাল। মাঝে বয়ে গিয়েছে বহু যুদ্ধের জল। এখন যেমন রাশিয়া আর আমেরিকা আদায় কাঁচকলায়, তখন কিন্তু এমনটা একেবারেই ছিল না। সেই সময় রাশিয়া ভয় পেত ব্রিটেনকে। ১৮৫৬ সালে দীর্ঘ ৩ বছর ক্রিমিয়ার যুদ্ধে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করে অবশেষে রাশিয়া হার মেনে নেয়। সেই সময় রাশিয়া হারিয়েছিল প্রায় ৮ লক্ষাধিক নাগরিক, ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল বিশাল। আলাস্কা তখন রাশিয়ার কাছে নিষ্ফলা এক টুকরো ভূমির সমান। যেখান থেকে কোনরকম রাজস্ব পাওয়া যেত না। সেই নিষ্ফলা আলাস্কাকে রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা দিতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়ে রাশিয়া। যার কারণে সিদ্ধান্ত নেয় আলাস্কা বিক্রি করে দেবে। তখন বুঝে উঠতে পারিনি এই ভূমির মাটির নিচে রয়েছে তাল তাল সোনা।

সেই সময়ে ব্রিটেনের অন্যতম প্রতিপক্ষ হিসেবে পরিচিতি পেতে থাকে আমেরিকার। তাই রাশিয়া সিদ্ধান্ত নেয় আলাস্কা বিক্রি করবে আমেরিকার কাছে। বর্তমান দিনে দাঁড়িয়ে এই ইতিহাস শুনতে একটু আশ্চর্য মনে হয়। রাশিয়া কিনা ছুটে গিয়েছিল আমেরিকার কাছে! আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক দল বদলের ইতিহাস অনেকটা বদলেছে। আর বিশ্বযুদ্ধের আগের ইতিহাস ছিল এক্কেবারে অন্যরকম। সেই সময় আমেরিকার সঙ্গে রাশিয়া বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল। এখন রাশিয়ার জ্যাকপট নিয়ে ফুলে ফেঁপে উঠছে বাইডেন সরকার। অপরদিকে রাশিয়া তার অমূল্য সম্পদ হারানোয় কপাল চাপড়াচ্ছে। রাশিয়া কিন্তু চাইলেই আলাস্কা নিজের কাছে রেখে দিতে পারত। কিন্তু রাখেনি। সেটাই ছিল সবথেকে বড় ভুল। রাশিয়া কি কখনো ভেবেছিল, দেড়শ বছর আগে সেই আমেরিকা ভোল বদলে এখন তার পিঠেই ছুরি মারবে!

কেন বিক্রি করেছিল?

১৮০০ সালে দিকে রাশিয়া ব্রিটেনকে একটু ভয় পেত। ক্রিমিয়ার যুদ্ধের সময় রাশিয়ার বিপরীত দিকে দাঁড়িয়ে ছিল ফ্রান্স, অটোমান আর গ্রেট ব্রিটেন। সেই যুদ্ধে রাশিয়ার যখনই হেরে যায় তখন তাদের কাছে আলাস্কার গুরুত্ব কমে যায়। অপরদিকে রাশিয়া ভাবতে থাকে ব্রিটেনের সাথে যুদ্ধ করে আলাস্কা হারানোর থেকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়াই উপযুক্ত সিদ্ধান্ত। এছাড়া রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এটি অনেক দূর থাকায় পরিচালনা করা যেত না। তার উপর আলাস্কাতে সেভাবে জনবসতিও নেই। তখন রাশিয়ার একটাই লক্ষ্য ছিল, তা হল গ্রেট ব্রিটেনের কর্তৃত্ব খর্ব করা। রাশিয়া ভেবেছিল আমেরিকাকে আলাস্কা দিলে প্রশান্ত মহাসাগরে গ্রেট ব্রিটেনের কর্তৃত্ব কিছুটা কমবে। তাই রাশিয়া নিজে থেকে আমেরিকাকে আলাস্কার বিক্রির প্রস্তাব দেয়। যদিও তৎক্ষণাৎ আমেরিকা আলাস্কা নেয়নি। কারণ আমেরিকায় তখন উত্তপ্ত পরিবেশ। টানা গৃহযুদ্ধ চলছে। সেই সিদ্ধান্ত নিতে সময় লাগে প্রায় এক দশক। অবশেষে গৃহ শুদ্ধ শেষ হলে ১৮৬৭ সালে ৭২ লক্ষ ডলারে আমেরিকা আলাস্কা কিনতে রাজি হয়।

সেই সময় আমেরিকার উদ্দেশ্য ছিল কিন্তু একটু অন্যরকম। আমেরিকা চেয়েছিল আলাস্কা নিয়েই ব্রিটিশ আর কানাডাকে সামরিক চাপে রাখবে। এখন আমেরিকা সেই আলাস্কাকে কাজে লাগাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। বর্তমানে আলাস্কা যেন প্রাকৃতিক সম্পদের ভারে উপচে পড়ছ। আমেরিকার একটি অঙ্গরাজ্য হিসেবে এটি বিশ্বের কাছে বেশ বিখ্যাত। সম্প্রতি আমেরিকাকে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে মজবুত করতে আলাস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ প্রায় দেড়শ বছর আগে এই অঞ্চল ছিল রাশিয়ার। পাঁচ লক্ষ ছিয়াশি হাজার বর্গমাইলের আলাস্কা আমেরিকার টেক্সাস এর থেকে প্রায় দ্বিগুণ। আমেরিকা যখন আলাস্কাকে কেনে তখন বহু বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে বোকামি হিসেবে তকমা দেয়। কারণ তখন এখানে কিছু ছিল না, চারিদিকে শুধু পাহাড়-পর্বত আর সমুদ্র। কোন জনবসতি নেই। কৃষি কাজের জন্য ভালো আবহাওয়া নেই। আর এখন সেই আলাস্কা থেকে কাঁড়ি কাঁড়ি উঠে আসছে তেল সোনা সহ নানান মূল্যবান খনিজ সম্পদ। প্রথম দিকে আমেরিকা আলাস্কা কিনে ফেলে রেখেছিল। সেভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু ১৮৯৬ সালে সোনার খনি আবিষ্কার হতেই টনক নড়ে আমেরিকার।

২০২১ সালের রিপোর্ট অনুযায়ী আমেরিকায় যতগুলি প্রদেশ থেকে জ্বালানি তেল পাওয়া যায়, তার মধ্যে এর চতুর্থ স্থানে রয়েছে আলাস্কা। আমেরিকার সব থেকে বেশি জিঙ্ক আর সোনা পাওয়া যায় আলাস্কায়। দেশটির ৫০ শতাংশ সামুদ্রিক খাদ্য আসে এখান থেকে। বলা যায় আমেরিকার অর্থনীতিকে মজবুত করতে শক্ত খুঁটির মতো কাজ করছে আলাস্কা। অথচ যা ছিল রাশিয়ার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version