Russia argentina: রাশিয়ার গর্ভবর্তী নারীরা ছুটে যাচ্ছে আর্জেন্টিনায়, গোপনে বড় ব্যবসা চলছে

।। প্রথম কলকাতা ।।

Russia argentina: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এ কোন ভয়ানক ফায়দা লুটছে আর্জেন্টিনা? বার্থ টুরিজ্যমে ব্যাপারটা ঠিক কি জানেন? এমন কী আছে মেসির দেশে যে রাশিয়ান মহিলাদের টার্গেট ওটাই৷ জনতার তো ইউক্রেন ছেড়ে পালানোর কথা৷ রাশিয়া ছেড়ে পালাচ্ছে কেন? পুতিনের দেশে কি তাহলে আর সুরক্ষিত নয় মায়েরা? নাকি হবু সন্তানকে ব্যবহার করেই নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন নারীরা? দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় একবার পৌঁছতে পারলেন তো ব্যাস৷ উইয়নের রিপোর্ট বলছেন যারা বারবার ফুটবলের দেশে যেতে চাইছেন বা ডেসপারেটলি চলে যাচ্ছেন তারা সকলেই গর্ভবতী নারী৷ মস্কো আশেপাশে এত দেশ থাকতে আর্জেন্টিনাই কেন? যুদ্ধের মাঝে এভাবেই কি লাভ করছে আর্জেন্টিনা?

প্রথম কারণ যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তা তো আপনাদের বলে দিতে হবে না৷ রুশ নারীরা এটি নিশ্চিত করতে চাইছেন যে তাদের সন্তানেরা যেন আর্জেন্টিনায় জন্ম নেয় এবং সেখানকার নাগরিকত্ব পায়৷ ‘বার্থ টুরিজ্যম’- এই শব্দটা আর্জেন্টিনার খবরে খবরে ঘুরে বেড়াচ্ছে৷ মানে কি? এক কথায় নিজের জন্ম দেয়া সন্তানকে দিয়ে নিজের প্রতিষ্ঠা নিশ্চিত করা কিংবা সন্তান জন্ম দিয়ে সুবিধা ভোগ করা আর তার জন্য আদর্শ স্থান মেসির দেশ আর্জেন্টিনা৷ কেন? যত বেশি সন্তানের জন্ম তত বেশি টাকা, এমন ঘোষণা তো করা হয়েছিল পুতিন সরকারের তরফে৷ তবে এসব ফাঁদে পা দিতে আর তৈরি নন রাশিয়ান মহিলারা৷ তাদের ছকটা শুনে নিন৷ রাশিয়ার পাসপোর্টের চেয়ে বেশি স্বাধীনতা রয়েছে আর্জেন্টিনার পার্সপোটে এর মাধ্যমে ১৭১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়৷

সবথেকে বড় কথা রাশিয়া থেকে আর্জেন্টিনায় আসতে গেলে কোনও ভিসা লাগে না৷ আর সেই সুযোগটাই তুলছেন রুশ মহিলারা৷ একবার আর্জেন্টিনার এসে সন্তান প্রসব করতে পারলে সন্তান তো নাগরিকত্ব পাবেই৷ আর সেই সুবাদে বাবা-মায়ের নাগরিকত্ব নেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে৷ দক্ষিণ আমেরিকায় ব্রাজিলের পর সবথেকে বড় দেশ আর্জেন্টিনা৷ আর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে আর্জেন্টিনায় বার্থ ট্যুরিজম ব্যাপকভাবে দেখা যাচ্ছে৷ কিন্তু অর্থনীতি নিয়ে হাবুডুবু খাওয়া দেশটা কি এভাবেই লাভবান হচ্ছে? প্রথম আলোর রিপোর্ট বলছে, আর্জেন্টিনায় পাড়ি জমিয়েছেন ৫ হাজার রুশ অন্তঃসত্ত্বা নারী এমনকি এনিয়ে শুরু হয়ে গিয়েছে বড় ব্যবসা৷

সেই রিপোর্ট থেকে জানতে পারা যাচ্ছে, রুশ ভাষায় লেখা এ–সংক্রান্ত একটি ওয়েবসাইট নজরে এসেছে বিবিসির৷ সেখানে আর্জেন্টিনায় গিয়ে সন্তান জন্মদানের বিভিন্ন প্যাকেজের বিজ্ঞাপন দেওয়া হয়েছে৷ এসব প্যাকেজের মধ্যে রয়েছে বিমানবন্দর থেকে আনা-নেওয়া, স্প্যানিশ ভাষা শিক্ষা এবং আর্জেন্টিনার রাজধানীতে সেরা মানের হাসপাতালগুলোতে খরচের ওপর ছাড়সহ নানা সুযোগ৷ প্যাকেজগুলোর সুবিধা নিতে গুনতে হবে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার৷ এমনকি এর বেশি অর্থ ধরে নেওয়া হচ্ছে হয়ত এটা আর্জেন্টিনারই কোনও সংস্থা৷ এভাবেই অর্থ কামানোর পথ প্রশস্ত করছে তারা৷

আর্জেন্টিনায় রাশিয়ান দূতাবাসের প্রধান জর্জি পোলিন আগেই গার্ডিয়ানকে বলেছিলেন, তারা আশঙ্কা করছেন ২০২৩ সালে রাশিয়ান নারীদের এই সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে৷ যু্দ্ধের মধ্যে এভাবেই লাভ করছে আর্জেন্টিনা৷ এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version