Rishi Sunak’s Daughter Performs Kuchipudi: ঋষি সুনাকের মেয়ে লন্ডনে পরিবেশন করল কুচিপুড়ি নৃত্য, দেখে মুগ্ধ ভারতীয়রা

।। প্রথম কলকাতা ।।

Rishi Sunak’s Daughter Performs Kuchipudi: যুক্তরাজ্যের একাধিক রেকর্ড করে প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তিনি হলেন যুক্তরাজ্যের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ঘোরাফেরা করছে, যা দেখে ভারতীয়রা মুগ্ধ। সেখানে ঋষি সুনাকের কন্যা অনুষ্কা সুনাককে শুক্রবার লন্ডনে অনেক শিশুর সাথে কুচিপুড়ি পরিবেশন করতে দেখা গিয়েছে। অনুষ্কার ইন্ডিয়া টুডে এক্সক্লুসিভ ইন্টারভিউতে জানান, তিনি কুচিপুড়ি নৃত্য ভালবাসেন। এর মাধ্যমে সমস্ত ভয় এবং চিন্তা দূরে থাকে। তিনি আরো জানান, ইন্ডিয়া হল সেই দেশ যেখান থেকে তিনি এসেছেন। তিনি এখানে প্রতি বছর আসতে ভালবাসেন।

নয় বছর বয়সী শিশুটি পারফরম্যান্স ছিল ‘রঙ'( Rang) এর অংশ। আন্তর্জাতিক কুচিপুড়ি নৃত্য উৎসব ২০২২-এর অংশ, যা যুক্তরাজ্যে এই নৃত্যের সবচেয়ে বড় অন্তর্ভুক্তিমূলক আন্তঃপ্রজন্মীয় উৎসব। এই উৎসবে প্রায় ১০০ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে ছিলেন লাইভ মিউজিশিয়ান, বয়স্ক সমসাময়িক নৃত্য শিল্পী (৬৫+ বছর পারফর্মিং গ্রুপ), হুইলচেয়ার ডান্সার, নাটারং গ্রুপ, পোল্যান্ডের আন্তর্জাতিক বার্সারি শিক্ষার্থী সহ ৪ থাকে ৮৫ বছর বয়সী শিল্পীরা।

অনুষ্কার মা অক্ষতা মূর্তি, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে, ঋষি সুনাকের বাবা-মায়ের সাথে এই নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ঋষি সুনক হলেন যুক্তরাজ্যের ৫৭ তম প্রধানমন্ত্রী এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত হন। যুক্তরাজ্যের ২০০ বছরের ইতিহাসে ৪২ বছর বয়সী মিঃ সুনাক হলেন সবচেয়ে কম বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী।

https://twitter.com/ndtv/status/1596358146347659265?s=20&t=pszkEVrG9J_B4-SCfDPyXw

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version