।। প্রথম কলকাতা।।
Round Up 2022: চলতি বছরে ইন্ডাস্ট্রি হারিয়েছে বহু এমন শিল্পীদের, যাঁদের কোনও রিপ্লেসমেন্ট হয় না। যাঁদের কাজ তাঁদেরকে সবসময় মানুষের মনের মনিকোঠায় রেখে দেবে। এক কথায় বলতে গেলে, মানুষের পছন্দের তালিকা থেকে কখনই বাদ পড়বেন না সেইসব ব্যক্তিত্ব। আজ তাঁদের উপস্থিতি অনুভব করতে না পারলেও, অনুপস্থিতি তাঁদের কথা হাজার গুণ জানান দেয়। সঙ্গীত জগত, সিনেমা দুনিয়া মিলিয়ে রইল বলিউডের সেই সকল তারকাদের নাম, যাঁদেরকে হারানো ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি।
চলার পথে হাত ছেড়ে গেলেন যাঁরা-
লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)
৬ ফেব্রুয়ারি, ২০২২-
বেঁচে থাকার লড়াইয়ে হার মেনেছেন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সে চলতি বছর সুরসম্রাজ্ঞীকে হারিয়েছে এই ইন্ডাস্ট্রি। করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন গায়িকা। সকলের জন্য রেখে গিয়েছেন নিজের একাধিক সৃষ্টি। মাত্র ৫ বছর বয়সে বাবার কাছে গানের তালিম নিয়েছিলেন ছোট লতা। ১৯৪১-এর ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথ চলা শুরু করেন। ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন সকলের প্রিয় লতা দিদি। আজ তাঁকে হারিয়ে শূন্যতা তৈরি হয়েছে সঙ্গীত জগতে।
বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)
১৬ ফেব্রুয়ারি, ২০২২-
অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন বাপ্পি লাহিড়ী। মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলের প্রিয় ‘ডিস্কো কিং’। হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম তিনি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’র মতো কতই না গান উপহার দিয়েছেন দর্শকদের। ২০২০-তে ‘বাগি থ্রি’র জন্য শেষ গান গেয়েছেন তিনি। আজও তাঁকে মনে করে এই ইন্ডাস্ট্রি।
শিবকুমার সুব্রহ্মণ্যম (Shiv Kumar Subramaniam)
১১ এপ্রিল, ২০২২-
চলতি বছর খুব একটা ভালো যায়নি বলিউড ইন্ডাস্ট্রির জন্য। বছরের শুরু থেকেই একের পর এক তারকাকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়েছে এই ইন্ডাস্ট্রি। বর্ষীয়ান অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যমকে হারিয়ে শোকের ছায়া নামে বিনোদন দুনিয়ায়। একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও।
সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala)
২৯ মে, ২০২২-
পঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্যে খুন করা হয় সিধু মুসেওয়ালাকে। তাঁর কাছে বুলেটপ্রুফ গাড়ি থাকলেও, এদিন মহিন্দ্রা থর জিপ নিয়ে বেরিয়েছিলেন গায়ক। চালকের আসনে বসেছিলেন নিজেই, সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু। পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় তিন দিক থেকে তিনটি গাড়ি এসে তাঁর উপর অ্যাটাক করে। এলোপাথাড়ি গুলি ছোড়ে চারদিক থেকে। আত্মরক্ষার কোনও সুযোগ পাননি তিনি। গাড়িতেই মৃত্যু হয় তাঁর।
কেকে (KK)
৩১ মে, ২০২২-
আনন্দ হোক কিংবা দুঃখ, তাঁর গান সবকিছুতেই প্রলেপ দেয়। তাঁর মৃত্যু আজও কেউ মেনে নিতে পারে না। হঠাৎ এক মধ্যরাতে দেশবাসী জানতে পারে, না ফেরার দেশে চলে গিয়েছেন তাঁদের প্রিয় গায়ক। ভেঙে পড়েন সবাই। কলকাতায় কলেজের অনুষ্ঠানে এসে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণ কুমার কুন্নথ ওরফে ‘কেকে’। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও, শেষ রক্ষা হয়নি। তাঁর প্রয়াণে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলেও। শোকের ছায়া নামে সঙ্গীত দুনিয়ায়। আজও তাঁকে মনে করে কেঁদে ওঠে সংগীতপ্রেমীদের মন।
দীপেশ ভান (Deepesh Bhan)
২৩ জুলাই, ২০২২-
চলতি বছর কম বয়সে চলে গিয়েছেন অনেক তারকা। হাসাতে হাসাতে তাঁরা মানুষকে কাঁদিয়ে গিয়েছেন। ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র মল খান। জুলাই মাসের শেষে আচমকাই সামনে আসে চলে গিয়েছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪১ বছর। ক্রিকেট খেলতে খেলতে অজ্ঞান হয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর প্রয়াণে ভেঙে পড়েন পরিবারসহ সকল বন্ধুরা।
রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)
২১ সেপ্টেম্বর, ২০২২-
জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। দিল্লি এইমসে ভর্তি ছিলেন এক মাসেরও বেশি সময় ধরে। ১৯৬৩তে কানপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম তাঁর। বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন কবি। ছোটবেলা থেকেই তাঁর মধ্যে শিল্পীসত্তা ছিল। অসাধারণ মানুষকে নকল করতে পারতেন। তাঁর সেই নকল করার ক্ষমতা তাঁকে মানুষের কাছে এত জনপ্রিয় করে তুলেছে। নিজের গোটা অভিনয় জীবনে শুধু হাসিয়ে গিয়েছেন মানুষকে। আর তাঁর চলে যাওয়ায় কেঁদেছে গোটা দুনিয়া। নিজের অজান্তেই সকলকে কাঁদিয়ে সেপ্টেম্বরের শেষে না ফেরার দেশে চলে গিয়েছেন এই কমেডিয়ান।
অরুণ বালি (Arun Bali)
৭ অক্টোবর, ২০২২-
বর্ষীয়ান অভিনেতা ৭৯ বছর বয়সে পাড়ি দিয়েছেন চিরঘুমের দেশে। ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ থেকে শুরু করে ‘লাল সিং চড্ডা’ ছবিতে তাঁর উপস্থিতি মনে রাখার মত। দীর্ঘ সময় কাজ করেছেন ছোট পর্দায়। বলতে গেলে, অভিনয় জগতে তাঁর অভিজ্ঞতা ছিল বিশাল। আর তাঁর চলে যাওয়া বিনোদন জগতের জন্য অপূর্ণ ক্ষতি।
বৈশালী ঠক্কর (Vaishali Takkar)
১৬ অক্টোবর, ২০২২-
আচমকাই তাঁর বাড়ি থেকে পাওয়া যায়, তাঁর ঝুলন্ত দেহ। ছোটপর্দার এই অভিনেত্রীকে সকলেই জানতেন ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’-এর দরুন। এছাড়া ছোট পর্দায় আরও কাজ করেছেন তিনি। তাঁর মতো একজন প্রাণ খোলা মানুষের চলে যাওয়া মেনে নিতে পারেনি অনেকেই। তাঁর সঙ্গে এরকম কিছু হতে পারে, এটা সকলের ধারণার বাইরে ছিল। তাঁর মৃত্যুতে টেলিভিশন জগতে নামে শোকের ছায়া।
রাকেশ কুমার (Rakesh Kumar)
১৩ নভেম্বর ২০২২-
চলতি বছর এই ইন্ডাস্ট্রি একসঙ্গে পরিচালক থেকে শুরু করে অভিনেতা, গায়ক-গায়িকা সকলকে হারিয়ে শূন্য হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে মারণ রোগের সঙ্গে লড়াই করছিলেন বলিউডের এই পরিচালক। ‘খুন পসিনা’, ‘দো অউর দো পাঁচ’, ‘মিস্টার নটবরলাল’, ‘ইয়ারানা’র মত ছবি তিনি করেছেন। তাঁর র চলে যাওয়া ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি।
কৃষ্ণা (Krishna)
১৫ নভেম্বর ২০২২-
দক্ষিণী সুপারস্টার মহেশবাবুর বাবা তিনি। পরিবারের একের পর এক সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন মহেশ বাবু। তাঁর বাবা তেলুগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। প্রায় ৩০০ ছবিতে কাজ করেছেন। চলতি বছর মে’তে ৭৯ বছর পূর্ণ করেছেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।
বিক্রম গোখলে (Vikram Gokhle)
২৬ নভেম্বর ২০২২-
১৯৯০-এ অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ এবং সলমন-ঐশ্বর্য অভিনীত ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯)-এর মতো সিনেমায় কাজ করেছেন গোখলে। বেশ কয়েকটি মারাঠি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘ ৫০ বছরের অভিনয় কেরিয়ারে কাজ করেছেন ছোট পর্দাতেও। বলিউড হারিয়েছে একজন আইকনিক অভিনেতাকে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম