।। প্রথম কলকাতা।।
Round Up2022: বছর শেষে একের পর এক ধারাবাহিক বন্ধ হয়েছে, নতুন গল্প-ভাবনা নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক। ইদানিংকালে অনেক পুরনো ধারাবাহিক জনপ্রিয়তা হারিয়েছে, দর্শকদের কাছে পৌঁছতে ব্যর্থ হয়েছে অনেকেই। ধারাবাহিক মানেই বিনোদন। মানুষকে দৈনন্দিন কাজের ব্যস্ততার মাঝে রসদ জোগাতে সাহায্য করে এই ধারাবাহিক। কিন্তু যখন এই সিরিয়ালগুলি একঘেয়ে হয়ে ওঠে দর্শকদের কাছে, তখন প্রাধান্য পায় চ্যানেলে সম্প্রচারিত হওয়া নতুন সিরিয়াল। তবে এই সমস্ত কিছুর মাঝে পাওয়া গিয়েছে পাঁচটি সিরিয়াল, যা দর্শকদের মন কেড়ে নিয়েছে।
আমাদের এই পথ যদি না শেষ হয় (Amader Ei Poth Jodi Na Sesh Hoy)-
সম্প্রতি এই ধারাবাহিকের পথ শেষ হয়েছে। প্রায় ২০ মাস ধরে টিভির পর্দায় দেখা গিয়েছে এই সিরিয়াল। স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত ‘ক্রেজি আইডিয়াজ’ প্রযোজিত এটি শুরু হয় ২০২১-এর ১২ এপ্রিল। একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে ও বড়লোক বাড়ির মেয়ের দুষ্টু-মিষ্টি রসায়ন নিয়ে জমে উঠেছিল বাঙালির সন্ধ্যা। প্রায় দেড় বছরের যাত্রা শেষ হয়েছে ২০২২-এর ডিসেম্বরে। চলে যাওয়া বছরে ঊর্মি-সাত্যকির জুটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। নইলে কি এত দিন ধরে এই পথ চলা জারি থাকতো! কবেই শেষ হয়ে যেত তা।
খড়কুটো (Khorkuto)-
শৈবাল বন্দোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত ও প্রযোজিত এই ধারাবাহিক প্রবল জনপ্রিয়তা পেয়েছে মানুষের কাছে। আনন্দে, উল্লাসে ভরপুর এক পরিবারের কাছে গুরুত্ব পায় বাবা ও পিসির আদরে বিগড়ে যাওয়া একটি মেয়ে। যে বাড়ির বউ হয়ে এলে বদলে যায় বাড়ির হাবভাব ও পরিস্থিতি। করোনার প্রকোপের পরপরই শুরু হয়েছিল এই সিরিয়াল। চলতি বছরে তাঁর জনপ্রিয়তায় কখনও ভাটা পড়েনি। গত অগাস্টে শেষ হয়েছে এই ধারাবাহিক।
মিঠাই (Mithai)-
‘জি বাংলা’র জনপ্রিয় এই ধারাবাহিকের শুধু নামটাই কাফি সকলের জন্য। মিঠাই ও সিদ্ধার্থের হাসি-মজার সমীকরণ থেকে হল্লা পার্টির আনন্দ-উৎসাহ সবই দর্শকদের মন কেড়েছে। টিভিতে সম্প্রচারিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দর্শকদের কাছে সেরার তকমা পেয়েছে এই ধারাবাহিক। সম্প্রতি গল্পে এসেছে নতুন সমস্ত চরিত্র। আপাতত টিআরপি চার্টের তালিকায় সেরা দশে জায়গা করতে পেরেছে এই ধারাবাহিক। কিন্তু একসময় যে তালিকায় টপে থাকত, সে আজ তলানিতে এসে ঠেকেছে। ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যায় সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়কে।
গাঁটছড়া (Gaatchora)-
স্টার জলসার এই ধারাবাহিক অল্প দিনের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সবাই পেয়েছে নতুন জুটি- সোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়। এমনিতেই ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সোলাঙ্কি। অন্যদিকে গৌরবের অভিনয় দর্শকদের মনে জায়গা করেছে। এই সিরিয়ালের কারণে কিছুটা হলেও ভাটা পড়েছে মিঠাইয়ের টিআরপিতে।
ধুলোকণা (Dhulokona) –
লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ধারাবাহিকও দর্শকদের কাছে পরিচিতি পেয়েছে। এই সিরিয়ালের কারণে বহুদিন পর টিভির পর্দায় ফিরেছেন ইন্দ্রাশিস রায়। তাঁর সঙ্গে দেখা গিয়েছে মানালিকে। প্রথম দিকে ধারাবাহিক সেভাবে দর্শকদের সেরা দশের তালিকায় আসেনি, কিন্তু পরে জমে উঠেছিল কাহিনী। নানা চড়াই-উতরাইয়ের মাঝে দর্শকদের মধ্যে ঝড় তুলেছিল ধুলোকণা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম