Bollywood: থ্রী ইডিয়টসের মিলিমিটারকে মনে আছে ? এখন কোথায় অভিনেতা ?

।। প্রথম কলকাতা ।।

 

 

Bollywood: থ্রি-ইডিয়টের মিলিমিটারকে মনে আছে? চিনতে পারছেন কে এই মিলিমিটার? আমিরের সাথে কাজ করেও জোটেনি স্বীকৃতি। তাবড় তারকাদের সঙ্গে কাজ করেও কোথায় হারিয়ে গেলেন তরুণ অভিনেতা? মিলিমিটার থেকে সেন্টিমিটার হয়ে এখন তিনি কী করছেন জানেন? গ্যারান্টি দিচ্ছি তার আসল নামটাও জানলেন না অনেকেই। আপনি ভাবতেও পারবেন না, মিলিমিটারের আজ কী পরিণতি হয়েছে।

 

‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই বিখ্যাত সংলাপ__‘ক্যায়সে পেহেচানোগে, মিলিমিটার আব সেন্টিমিটার যো বন গ্যায়া হ্যায়’। ছোট্ট চরিত্রেই দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। বলা ভালো, ছবিতে র্্যাঞ্চোর সমতুল্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন মিলিমিটার। অনেকেই বলেছিল, ‘এই ছেলে অনেকদূর যাবে’। কিন্তু মজার বিষয় হল, অধিকাংশ মানুষ আজও তার আসল নামটাই জানেনা। আজ তিনি কোথায়? মিলিমিটার থেকে সেন্টিমিটার হয়ে কোথায় হারিয়ে গেলেন তিনি?

 

এই অভিনেতার নাম হল রাহুল কুমার। থ্রী ইডিয়টসের পর কেটে গেছে ১৪টা বছর। আগের চেয়ে এখন অনেকটাই পরিণত রাহুল। মিলিমিটার এখন বাস্তবিকই সেন্টিমিটার হয়ে উঠেছেন। গিটার প্রেমী রাহুল এখন দস্তুরমত যুবক। কিন্তু তাকে আর পর্দায় কেন দেখা যায়না ভেবে দেখেছেন কখনও? এত ভালো অভিনয় সত্বেও কোথায় হারিয়ে গেলেন আমাদের মিলিমিটার?

 

প্রশ্নটা অনেককেই কুরে কুরে খায়। কী বলুন তো, ‘থ্রী ইডিয়টস’র হাত ধরে ‘মিলিমিটার’ সফলতা পেলেও, রাহুল কুমার রয়ে গেছিলেন আড়ালেই‌। এই ছবির পর বেশ লম্বা ব্রেক নিয়েছিলেন রাহুল। যদিও এই ছবির পর যে তাকে একেবারেই দেখা যায়নি তা কিন্তু নয়।

 

২০১২ সালে ‘জিনা হ্যায় তো ঠোক ডাল’ এবং ২০১৫-তে শর্ট ফিল্ম ‘দ্য থিফ’-এ অভিনয় করেন রাহুল। তবে সেরকম জনপ্রিয়তা আর আসেনি। এরপর তো সিনেমা ছেড়ে হাত পাঠিয়েছিলেন সিরিয়ালেও। কাজ করেছেন ‘ফির ভি না মানে…বদতামিজ দিল’, ‘ইয়াম হ্যায় হাম’ এবং ‘নীলি ছাত্রী ওয়ালে’র মত সিরিয়ালেও। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও। তবে এবারও আর শিঁকে ছেড়েনি।

 

ব্যাপারটা খুব অদ্ভুত না? কেরিয়ারের শুরুতে এত জনপ্রিয়তা পেলেও বড্ড অদ্ভুতভাবে হারিয়ে গেলেন তিনি। অথচ এমনটাও নয় যে, তার প্রতিভা ছিলনা। অভিনয়টাও ভালোই করতেন। তা সত্বেও কেন সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না বলে মনে হয় আপনার?

 

আরও দুঃখের কথা শুনবেন? ‘বন্দিশ ব্যান্ডিটস’ সিরিজে একটি পার্শ্ব চরিত্রে দেখা গেছিল রাহুলকে। তবে তিনি যে এই সিরিজে ছিলেন, সেটাই নজরে আসেনি অনেকেরই। ভাবুন দেখি? রাহুলের এইভাবে হারিয়ে যাওয়াটা যে দুঃখজনক সেটা আর বলার অপেক্ষা রাখেনা। তবে তিনি কেন হারিয়ে গেলেন সেটা আজও বোঝা যায়না। কেউ কেউ বলেন, ঠিকঠাক প্রোজেক্ট চুজ করতে না পারার কারণেই এই দশা রাহুলের। আবার অনেকেই বলেন, তার চেহারায় এত বেশি বদল এসেছে যে, তিনিই যে মিলিমিটার সেটাই অনেকে ধরতে পারেনা।

 

যদিও রাহুল কিন্তু আজও হার মানেন নি। আজও একইরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের মিলিমিটার। ভক্তরাও চায় তিনি কোনও বড় প্রোজেক্টের সাথে কামব্যাক করুন। আমরাও মনে করি, রাহুলের মত প্রতিভাবান তারকাদের ফিরে আসা দরকার। আপনি কী মনে করেন? মিলিমিটারকে নিয়ে আপনার কিছু বলার থাকলে লিখে ফেলুন কমেন্ট বক্সে।

 

https://fb.watch/sGoyfYBzIt/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version