Shiv Tandav Stotra: প্রতিদিন পাঠ করুন শিব তাণ্ডব স্তোত্র, জেনে রাখুন সঠিক নিয়ম

।। প্রথম কলকাতা ।।

Shiv Tandav Stotra: দেবাদিদেবের শক্তি ও সৌন্দর্যের বর্ণনা রয়েছে শিব তাণ্ডব স্তোত্রে। ঐতিহ্যগত ভাবে লঙ্কার রাজা রাবণকে শিব তাণ্ডব স্তোত্রের লেখক হিসেবে বিবেচনা করা হয়। তিনি ছিলেন শিবের মহান ভক্ত। মনে করা হয়, কোন ব্যক্তি যদি শিব তাণ্ডব স্তোত্র নিয়মিত পাঠ করেন তাহলে তিনি অভাবনীয় লাভবান হন। তার জীবন থেকে সমস্ত বাধা-বিপত্তি কেটে যায় এবং সংসার সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। শিব তাণ্ডব স্তোত্র পড়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। রাবণ তাঁর দেবতা শিবের প্রশংসায় শিব তাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন। এটি সঠিকভাবে পড়তে হয়, তবেই এর সুফল মেলে।

শিব তাণ্ডব স্তোত্র পাঠের পদ্ধতি

শিব তাণ্ডব স্তোত্র পাঠের উপকারিতা

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version