Digital Rupee: ১ ডিসেম্বর থেকে ভারতে চালু ডিজিটাল রুপি, কীভাবে করবেন লেনদেন?

RBI-Digital Rupee: ভারতে ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ডিজিটাল রুপি (Digital Rupee) বা ই-রূপির যাত্রা। এই রুপি ইস্যু হবে বর্তমান কাগজের টাকা এবং কয়েনের সমান মূল্যে।

।। প্রথম কলকাতা ।।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) এর তরফে ১ ডিসেম্বর তারিখ থেকে দেশে চালু হচ্ছে ডিজিটাল রুপি (Digital Rupee)। ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রার এই যাত্রা বাস্তবায়ন করতে প্রাথমিক ভাবে চার ব্যাংককে সাথে নিয়েছে আরবিআই। যেগুলি হল – স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, ইয়েস ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক।

আরবিআই জানিয়েছে, প্রাথমিক ভাবে এই ডিজিটাল রুপি বা ই-রুপি পাইলট প্রকল্প সংগঠিত হবে ক্লোজড ইউজার গ্রূপ (CUD) অধীনে। অর্থাৎ এই গ্রূপের অধীনে নির্বাচিত কয়েকটি শহরে যেসব মার্চেন্ট এবং গ্রাহক থাকবে তারাই এটি ব্যবহার করতে পারবে।

ডিজিটাল রুপি কি?

অনেকেই এটি ক্রিপ্টোকারেন্সির সাথে গুলিয়ে ফেলতে পারেন। কিন্তু আরবিআই জানিয়েছে, এই ডিজিটাল রূপি হল সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অর্থাৎ এটির মূল্য কাগজের টাকা ও কয়েনের মূল্যের সমান থাকবে। ডিজিটাল টোকেন হিসাবে এটি সংগ্রহ করা যাবে এবং এই টোকেনের থাকবে নির্দিষ্ট আইনি পরিচয়।

কীভাবে কাজ করবে ডিজিটাল রুপি?

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ডিজিটাল রুপি বিতরণ করা হবে অংশীদার ব্যাংকগুলির সাথে। উক্ত ব্যাংকগুলির ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এই ডিজিটাল রূপির লেনদেন করতে পারবেন গ্রাহকরা। এই লেনদেন হবে পার্সন টু পার্সন (P2P) এবং পার্সন টু মার্চেন্ট (P2C) এর মধ্যে। অর্থাৎ গ্রাহকরা নিজেদের মধ্যে তো করতে পারবেই পাশাপাশি মার্চেন্টের সাথে যিনি এই ডিজিটাল মুদ্রা গ্রহণ করবেন তার সাথেও লেনদেন করা যাবে।

মার্চেন্টের কাছে গিয়ে কিউআর কোডের (QR Code) মাধ্যমে ই-রূপির লেনদেন করা যাবে। আরবিআই তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নগদ অর্থের মতো বৈশিষ্ট্য প্রদান করবে। তবে নগদ অর্থের ক্ষেত্রের মতো এটি কোনও সুদ অর্জন করবে না। তবে ব্যাংকে গিয়ে এটি ডিপোজিট করতে পারবে গ্রাহকরা। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে রিয়েল-টাইমে। এবং এই পাইলট প্রকল্পের উপর ভিত্তি করে পরবর্তী পাইলট প্রকল্পে আরও বেশি বৈশিষ্ট্য এবং সুযোগ-সুবিধা যোগ করা হবে ডিজিটাল রূপিতে।

কোন কোন ব্যাংক ডিজিটাল রূপির পরিষেবা দেবে?

প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কয়েকটি শহর ও ব্যাংকেই ডিজিটাল রূপির পরিষেবা পাওয়া যাবে। বর্তমানে এই পরিষেবা অফার করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, ইয়েস ব্যাংক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং ভুবনেশ্বরে ডিজিটাল রূপি চালু করা হয়েছে। আরবিআই জানিয়েছে, পরবর্তীকালে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবে ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক।

উপরোক্ত চারটি শহর ছাড়াও আহমেদাবাদ, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, কোচি, লখনউ, পাটনা এবং সিমলা শহরে ডিজিটাল রুপি শীঘ্রই চালু হবে বলে জানিয়েছে আরবিআই।

Exit mobile version