।। প্রথম কলকাতা ।।
Shiv Puja: ১৯ বছর পর শ্রাবণ মাসে বিরল যোগ। কীভাবে মহাদেবকে সন্তুষ্ট করবেন? পরিবারের অভাব দূর হবে এই নিয়মে পুজো দিলে ভুল দিনে জল নিবেদন করলে হতে পারে বিপদ। শ্রাবণ মাসে ভুলেও করবেন না এই এই কাজ রুষ্ট হতে পারেন মহাদেব। প্রায় ১৯ বছর পর এবারে এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে শ্রাবণ মাসে। শাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়। এই বছর শ্রাবণের সময়সীমা আগামী ২ মাস ধরে চলবে। ফলে শিবভক্তরা নিয়ম-কানুন মেনে আট সোমবার দেবাদিদেব মহাদেবের পূজো করতে পারবেন। কিন্তু পুজোর করার এই নিয়মগুলো না মানলে রুষ্ট হতে পারেন মহাদেব।
শ্রাবণ মাসে উপোস করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মাসে শিবকে ভস্ম লাগানো শুভ। নিজেও সেই ভস্মের টিপ লাগাবেন। পরিবারে বহুদিন ধরে আর্থিক সংকট চলছে ? পণ্ডিতরা বলছেন শ্রাবণ মাসের যে কোনও সোমবার বেদানার রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেই অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন। এই বছর শ্রাবণ মাসের মাহাত্ম্য আরও বেশি। পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব, হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলাই শিবের আরেক নাম নীলকণ্ঠ। একারণেই শ্রাবণমাসে বিশেষভাবে পুজো করা হয়।
এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবারে উপোস করে। ভগবান শিবের পূজা, শিবলিঙ্গকে অভিষেক করলে জীবনে সুখ, সম্পদ, শান্তি পাওয়া যায় বলা শিব একটি বেল পাতাতেই তুষ্ট। এছাড়া আকন্দ কিংবা ধুতুরা ফল মহাদেবকে শ্রাবণ মাসে অর্পণ করলে আপনার মনোস্কামণা পূরণ হবেই। শ্রাবণে শিবের পুজোয় সবথেকে জরুরি সাদা ফুল মহাদেবের পুজোর শেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না। বলা হয় শ্রাবণে যাঁরা উপোস করবেন তাঁরা মাছ-মাংস থেকে দূরে থাকুন। পেঁয়াজ-রসুন ও এড়িয়ে যাওয়াই ভালো। এই মাসের প্রতিদিন মহাদেবের আরাধনা করেন তার ভক্তরা। মহাকালের নামে সবকিছু অর্পণ করেন তারা। তারকেশ্বর থেকে দেওঘর কাঁধে বাঁক নিয়ে হাজারো পুণ্যার্থীরা মাইলের পর মাইল হেঁটে চলেন। শুধু মনের, পরিজনের কষ্ট দূর করার আশায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম