Ramlala: জ্বালাপোড়া গরমে কষ্টে রামলালা! সুতির পোশাক পরানোর সঙ্গে আর কী ব্যবস্থা নেওয়া হল দেখুন

।। প্রথম কলকাতা ।।

Ramlala: জ্বালাপোড়া গরমে কষ্ট পাচ্ছেন রামলালা। মোটা কাপড় গায়ে রাখতে পারছেন না তিনি। তার ওপর মাথায় মুকুট, গা ভর্তি গয়নায়। এখন ভারি পোশাকের বদলে সুতির কাপড়ই পছন্দ তাঁর। সেকথা ভেবেই অযোধ্যার রামলালাল পোশাক বদল করলেন পুরোহিতরা। কেমন পোশাক পরানো হলো তাঁকে?তাতে থাকছে কী বিশেষত্ব?

গরম পড়ে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে রোদের তেজ। শীতের জামা কাপড় আলামারিতে ঢুকে পড়েছে।রোজকার রুটিনে জায়গা করে নিচ্ছে গরমের ঢিলেঢালা পোশাক। শুধু আমাদের নয়, গরম লাগে রামলালার। গরম লাগছে অযোধ্যায় শ্রী রামের মূর্তিরও! এই গরমে রামলালার জন্য রাখতে হচ্ছে বাড়তি খেয়াল। তিনি যাতে কষ্ট না পান তা নিশ্চিত করতে সচেষ্ট মন্দির কর্তৃপক্ষ। তাই রামলালার পোশাকে বদল আনা হল। তীব্র গরমে স্বস্তি দিতে এবার রামলালাকে পরানো হচ্ছে আরামদায়ক সুতির পোশাক। রামলালা আসলে শিশু রামের প্রতীক। সেই হিসেবেই পুজো হয় নিত্যদিন। গরমে মোটা পোশাকে কষ্ট পাচ্ছিলেন রামলালা। তাঁর কষ্ট কমাতে পূজারিরা রামলালার পোশাক হিসেবে সুতির পোশাককেই বেছে নিয়েছেন।

পুরোহিতরা রামকে পরিয়ে দিয়েছেন হাতে তৈরি সুতির মসলিন পোশাক। রামকে যে পোশাক পরানো হয়েছে সেগুলি হ্যান্ডলুম সুতি মসলিন দিয়ে তৈরি। এই পোশাকে প্রাকৃতিক রং দিয়ে নক্সা করা হয়েছে। ফুল দিয়ে সাজানো হয়েছে তা। গরম পড়ার সঙ্গে সঙ্গে কমিটি রামলালার জয় এই বিশেষ পোশাক তৈরি করেছে। সময় অনুযায়ী রামলালার পোশাক পরিবর্তন করেন পূজারিরা। শীতের মরশুমে গরম পোশাক ও আবার গ্রীষ্মে শীতল ও আরামদায়কর পোশাক পরানো হবে রামলালাকে। চলতি বছর ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন ভক্তরা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রামলালা জন্য এসেছিল উপহারের ডালি।

সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দির খুলে যেতেই প্রতিদিন বেড়েছে ভিড়। লাখ লাখ মানুষ ভিড় জমাচ্ছেন রাম মন্দিরে।সবাই চাইছেন এক মুহূর্তের জন্য রামলালার দর্শন পেতে। উপচে পড়ছে প্রণামী বাক্সও। মোটা টাকার অনুদানও দিচ্ছেন ভক্তরা। প্রতিদিন লাখ লাখ মানুষ অযোধ্যায় ভিড় জমাচ্ছেন।।রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে,বর্তমানে প্রতিদিন গড়ে এক থেকে দেড় লাখ ভক্তের ভিড় হচ্ছে মন্দিরে। এর ওপর আসছে রাম নবমী।

https://www.facebook.com/100082942485331/posts/409435451831201/?mibextid=NTRm0r7WZyOdZZsz

এই সময় অযোধ্যায় ভক্তদের আরও বড় সমাবেশ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গরমই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে মনে করছেন ট্রাস্ট সদস্যরা। এই চ্যালেঞ্জের মোকাবিলায় সচেষ্ট রামলালা ট্রাস্ট। রামনবমীর সময় অযোধ্যার রাম মন্দিরে এলে, সঙ্গে করে ছাতু আনার পরামর্শ দিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তারা বলেছে, নিজেদের নিরাপত্তার কারণে দলবদ্ধভাবে থাকুন।সেই সঙ্গে ভক্তদের সঙ্গে ছাতু আনতে অনুরোধ করা হচ্ছে। ছাতু খেলে তাঁরা গরমের হাত থেকে রক্ষা পাবেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version