Rajib Bhattacharya: বনমালীপুর থেকে লড়বেন রাজীব ভট্টাচার্য, নিজের আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বিপ্লব

।। প্রথম কলকাতা ।।

Rajib Bhattacharya: ত্রিপুরার (Tripura) বিধানসভা নির্বাচনের দিন ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। গতকাল বিজেপির ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকা অনুসারে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবার তাঁর আসন থেকে নির্বাচনে লড়ছেন না। বিজেপির তরফ থেকে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৪৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু তার মধ্যে নেই বিপ্লব দেবের নাম। বরং তাঁর বনমালীপুর আসন থেকে বিধানসভা নির্বাচনের লড়তে চলেছেন ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য (Rajib Bhattacharya)।

২০২২ সালের ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবের ইস্তাফা দেওয়ার পর তিনি রাজ্য সভায় গিয়ে পৌঁছেছেন। সেই জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলাচ্ছেন মানিক সাহা। সেই সময় জল্পনা সৃষ্টি হয় ত্রিপুরার বিজেপির রাজ্য সভাপতি কে হবেন ? তা নিয়ে প্রশ্নও উঠেছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরার রাজ্য সভাপতি পদে রাজীব ভট্টাচার্যকে নিয়োগ করে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের ধারণা ত্রিপুরা বিজেপিতে বিপ্লব দেবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজীব ভট্টাচার্য।

রাজনীতির প্রাঙ্গণে কী পরিচয় রাজীব ভট্টাচার্যের?

তিনি দীর্ঘদিন ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। তারপর অবশ্য রাজ্যের সহ-সভাপতি পদের দায়িত্ব পালন করেন। যখন বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় ত্রিপুরার খাদি বোর্ডের চেয়ারম্যান পদে নাম ঘোষণা করা হয় রাজীব ভট্টাচার্য। তিনি বিপ্লব দেবের অত্যন্ত ঘনিষ্ঠ এমনটাই দাবি করে রাজনৈতিক মহলের একাংশ। এমনকি যখন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়েও মহাকরণে রাজীব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায়ই দেখা করতে যেতে দেখা যেত। কাজেই রাজনৈতিক মহলের একাংশের দাবি অনুযায়ী, ত্রিপুরার বিজেপিতে বিপ্লব দেবের বিশ্বস্ত হিসেবেই পরিচিত এই রাজীব ভট্টাচার্য আর এবার আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজীব।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version