Russia: পুতিনের গ্রেফতারি পরোয়ানা, আন্তর্জাতিক আদালতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি রাশিয়ার!

।। প্রথম কলকাতা ।।

Russia: সোমবার হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতকে (ICC) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ (Dmitry Medvedev)। আইসিসি পুতিনকে ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য দায়ী বলে অভিযুক্ত করেছে, তবে রাশিয়া ইউক্রেনে কোনো নৃশংসতা করার কথা অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের গ্রেফতারি পরোয়ানাকে ‘ন্যায়সঙ্গত’ বলে অভিহিত করেছেন।

মেদভেদেভ হলেন একজন কট্টর পুতিনের অনুগত। তিনি টেলিগ্রামে লিখেছেন, “আমি ভীত, ভদ্রলোক, সবাই ঈশ্বর এবং ক্ষেপণাস্ত্রের কাছে জবাবদিহি। উত্তর সাগরে একটি রাশিয়ান যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হাইপারসনিক ওনিক কীভাবে হেগের আদালত ভবনে আঘাত করে তা কল্পনা করা বেশ সম্ভব। এটা গুলি করা যাবে না, আমি ভয় পাচ্ছি।” প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রপতি আইসিসির বিচারকদের “ঘনিষ্ঠভাবে আকাশ দেখার জন্য” সতর্ক করেছিলেন, এবং আদালতকে “একটি করুণ আন্তর্জাতিক সংস্থা” বলে অভিহিত করেছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর তার প্রথম ওয়ারেন্টে আইসিসি শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে লোকদের বেআইনিভাবে রাশিয়ান ফেডারেশনে স্থানান্তরের সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগের আদালত। আইসিসির আইনজীবী করিম খান এক বছর আগে ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত শুরু করেছিলেন। এবং গণহত্যার তদন্ত শুরু করেছিলেন। তিনি ইউক্রেনে চারটি ভ্রমণের সময় হাইলাইট করেছিলেন যে তিনি শিশুদের বিরুদ্ধে কথিত অপরাধ। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court) ইউক্রেন থেকে হাজার হাজার শিশু অপহরণের জন্য পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version