Vladimir Putin: সিঁড়িতে হোঁচট পুতিনের! গড়িয়ে নিচে পড়লেন রুশ প্রেসিডেন্ট

।। প্রথম কলকাতা ।।

Vladimir Putin : দুর্ঘটনার মুখোমুখি হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হোঁচট খেয়ে সিঁড়িতে গড়িয়ে পড়লেন তিনি। ঘটনাটি ঘটে মস্কোর সরকারি বাসভবনের সিঁড়িতে। তাঁর কাছে থাকা নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলেন এবং বসিয়ে দেওয়া হয় বাসভবনের একটি সোফায়। তড়িঘড়ি এসে উপস্থিত হন চিকিৎসকরা।

ডেইলি মেইল নামক একটি ব্রিটিশ গণমাধ্যমের রিপোর্ট সূত্রে খবর, গত বুধবার তিনি সরকারি বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান। এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে তাঁর নিরাপত্তা রক্ষীদের সামনেই। সিঁড়ির প্রায় পাঁচটি ধাপ পেরিয়ে নিচে পড়ে যান তিনি। এই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ইউক্রেনে আক্রমণ শুরু হওয়ার পর থেকেই বছর সত্তর এর পুতিনের স্বাস্থ্য ক্রমশ খারাপ হয়ে চলেছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই একাধিক পশ্চিমা গণমাধ্যমগুলি দাবি করছে, নানান ধরনের রোগ ঘিরে ধরেছে ভ্লাদিমির পুতিনকে।

নিউইয়র্ক পোস্ট নামক একটি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে, পুতিন বর্তমানে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যান্সারে ভুগছেন। এই ধরনের রোগে হজম প্রক্রিয়া নিয়ে গুরুতর সমস্যা দেখতে পাওয়া যায়। রুশ টেলিগ্রাম চ্যানেল জেনারেল এসভিআর-এর খবরে দাবি করা হয়, বিগত বেশ কিছুদিন ধরে নানান ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন পুতিন। বুধবার এই ঘটনা ঘটার পর বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট তরুণ বিজ্ঞানীদের একটি কনফারেন্সে গিয়ে উপস্থিত হন বলেও জানা যায়।

বিজনেস টু ডে সহ একাধিক পশ্চিমা গণমাধ্যমগুলি তাদের রিপোর্টে দাবি করেছে , সম্প্রতি ন্যাশনাল ইউনিটি ডে’র কর্মসূচিতেও বেশ অসুস্থ দেখাচ্ছিল রুশ প্রেসিডেন্টকে। এছাড়াও তাঁর মুখমণ্ডল বেশ কিছুটা ফোলা মনে হচ্ছিল। তাঁর শ্বাস-প্রশ্বাস নিতেও খানিকটা অসুবিধা হয় এমনকি কথা বলতে গিয়েও নিজের শব্দে জড়িয়ে পড়ছিলেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version