Vladimir Putin: বাঙ্কারে আশ্রয় নিয়েছেন পুতিন, গোটা রাশিয়াকে কাবু করেছে অজানা জ্বর!

।। প্রথম কলকাতা ।।

Vladimir Putin: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukraine-Russia conflict) উত্তেজনার মাঝে হঠাৎ করেই নতুন সমস্যা রাশিয়ায়। তোলপাড় শুরু হয়েছে নতুন এক ভাইরাসকে ঘিরে। রাশিয়াকে নাকি সেই ভাইরাস ধীরে ধীরে গ্রাস করছে। যার কারণে পুতিন সব ফেলে লুকাচ্ছেন বাঙ্কারে (Bunker)। পুতিনের( Putin) শারীরিক অবস্থা নিয়ে বহুদিন ধরেই নানান কানাঘুষো শোনা যাচ্ছিল। তিনি নাকি স্নায়ু রোগ এবং ক্যানসারে আক্রান্ত। তাই পুতিন আশ্রয় নিচ্ছেন বাঙ্কারে। সম্প্রতি এই সংবাদ রীতিমত ঝড়ের গতিতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রায় এক বছর হতে যায়, সারা বিশ্ব দেখছে ইউক্রেনে রাশিয়ার দাপট। যার সমস্ত কলকাঠির মূলে রয়েছেন পুতিন। এখনো ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ (Ukraine-Russia conflict) সমান তালে অব্যাহত।

স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠছে, কেন পুতিনকে আত্মগোপনে যেতে হচ্ছে? আবার অনেকে বিষয়টিকে আত্মগোপন বলতেও নারাজ। রাশিয়ান সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ায় নাকি এখন ফ্লু-এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দ্য মিররের তথ্য অনুযায়ী, ফ্লু-এর কারণেই ক্রেমলিনের( Kremlin) কর্মকর্তারা এখন সতর্ক রয়েছেন। পুতিনের স্বাস্থ্য নিয়ে বেশ উদ্বেগের কারণ রয়েছে, তাই হয়ত স্বাস্থ্যগত নিরাপত্তার খাতিরে পুতিন সপরিবারে বাঙ্কারে আশ্রয় নিতে পারেন। ইতিমধ্যেই পুতিন তাঁর বার্ষিক সেট-পিস প্রেস কনফারেন্স বাতিল করেছেন। গত দশ বছরে এমন ঘটনা কখনো হয়নি। এছাড়া সম্ভাবনা তৈরি হয়েছে, পার্লামেন্টের উচ্চকক্ষে পুতিন তাঁর ভাষণ পরিত্যাগ করতে পারেন। তিনি নাকি পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে নববর্ষের ছুটি কাটাবেন উরাল পর্বতমালার পূর্বের একটি বাঙ্কারে।

করোনা আতঙ্ক এখনো পর্যন্ত সমগ্র বিশ্বকে মুক্তি দেয়নি। চীনে দিব্যি দাপট চালাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। করোনার পর নতুন আতঙ্ক এখন রাশিয়ায়। দেশটিকে ধীরে ধীরে অজানা জ্বর কাবু করে ফেলছে। সেই জ্বরে আক্রান্ত পুতিনের ঘনিষ্ঠ কিছু সরকারি অফিসাররা। সেই সংক্রমণের হাত থেকেই বাঁচতেই এখন নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এক বিশেষ জ্বরে ভুগছে রাশিয়ার বহু মানুষ। এই অজানা জ্বরে আক্রান্ত হয়েছেন হাজার হাজার রাশিয়ান নাগরিক। পুতিনের বয়স প্রায় ৭০ পেরিয়েছে। অজানা জ্বর থেকে বাঁচতে তাই আপাতত নতুন ঠিকানা হয়েছে বাঙ্কার।

এতকিছুর পরেও ইউক্রেনে রাশিয়ার হামলা কিন্তু অব্যাহত রয়েছে। লাগাতার রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেন। দেশটির সরকারি পরিষেবার অবস্থা বেশ ভয়াবহ। লক্ষ লক্ষ মানুষ এখন রাত কাটাচ্ছেন অন্ধকারে ,তার উপর প্রচন্ড ঠান্ডা। ঘরবাড়ি গরম রাখার জন্য বিদ্যুতের ব্যবস্থা নেই। পাশাপাশি পানীয় জলের অভাব তো রয়েইছে। ইউক্রেনে প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষ বর্তমানে শুধুমাত্র ত্রাণ সাহায্যের উপর নির্ভর করে দিন কাটাচ্ছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version