Russia Ukrain war: যুদ্ধে ডাবল চার্জ আপ করে দিলেন পুতিন! চিনের দূত রাশিয়ায় কেন?

৷৷ প্রথম কলকাতা ৷৷

Russia Ukrain war: জার্মানি বন্দর ব্যবহার করে ভ্লাদিমির পুতিনকে ঘোল খাওয়ানোর চেষ্টা মন্দ নয় পাকিস্তানের৷ প্রতিদিন নাকি ১০০০ কাছাকাছি রুশ সৈনিক মেরে ফেলছে ইউক্রেন৷ তথ্য এটাও বলছে রাশিয়া মাকড়সার মতো সেনা নামাচ্ছে ময়দানে৷ পরিস্থিতি এমন যে যত জানবেন তত অবাক হবেন আপনি৷ চিনের বড়সড় কূটনৈতিক ব্যক্তিত্ব হঠাৎ রাশিয়া সফরে কেন? এরই মাঝে খবর মিলছে রাশিয়া একটা শর্তের ইউক্রেনের সঙ্গে এক টেবিলে বসতে রাজী হয়ে গেছে৷ পুতিনের ব্যাক অফ দ্য মাইন্ডে কোন প্ল্যান রেডি? সমর বিশেষজ্ঞরা বলছেন, মাঝ ফেব্রুয়ারিতে যুদ্ধ কিন্তু ভালো দিকে টার্ন নিচ্ছে না৷ পাকিস্তান হাতে নাতে ধরা পড়ে গেল ভ্লাদিমীর পুতিনের৷

ইকোনমিকস টাইমসের রিপোর্ট বলছে, পোল্যান্ডের রুট ব্যবহার করে জার্মান বন্দর দিয়ে অস্ত্র সাপ্লাই করছে পাকিস্তান৷ সোজা পৌঁছে যাচ্ছে ইউক্রেনের মাটিতে৷ তবুও ইউক্রেনকে ভুয়ো খবর ছড়াতে হচ্ছে৷ ব্রিটেন এখানেই তো বড় রোল প্লে করা শুরু করে দিচ্ছে৷ ব্রিটেন – আমেরিকার বড় বড় সংবাদমাধ্যম দেখাচ্ছে, ইউক্রেন দাবি করছে দিনে ৮২৪ জন করে রুশ সেনার মৃত্যু হচ্ছে৷ ইউক্রেন প্রকাশিত তথ্য বলছে, অভিযান শুরুর প্রথম সপ্তাহ থেকে শুরু করে গত জানুয়ারি পর্যন্ত৷ দিনে যে সংখ্যক রুশ সেনা মারা গেছেন তার তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসে অনেক বেশি সেনা মারা যাচ্ছেন৷

যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, যদি তেমনটাই হয় তাহলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখল করার এই খবরটা কি ভুয়ো? কিয়েভে হয়ে গেছে আমেরিকার তোতাপাখি৷ বাখমুত পুরোপুরি রাশিয়ান সেনার হাতের মুঠোয় আসতে পারে যে কোনও মূহুর্তে৷ আর এরই মধ্যে চিনের টপ ডিপ্লোম্যাট ওয়াং ইর হঠাত মস্কো সফর নিয়ে কূটনৈতিক মহলে গাঢ় হচ্ছে জল্পনা৷ যুদ্ধে ফোকাস করা রাশিয়ায় এখন চিনের কাজ ঠিক কী? রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত কিন্তু আগে থেকে কোনও শর্ত রাখলে চলবে না স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ক্রেমলিন৷ কিন্তু তারা জানে মিটিং করার সিদ্ধান্ত এখন আর কিয়েভের হাতে নেই৷ শেষ কথাটা আমেরিকাই বলে৷

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলছেন, শান্তি আলোচনার বিষয় কিয়েভ নয় অন্য রাজধানী থেকে নড়ছে কলকাঠি৷ মস্কোর সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন ও ব্রাসেলস৷ বৈঠক যতই হোক, যুদ্ধে ইতি পড়বে না? যুদ্ধের ময়দানে দলে দলে বাহিনী নামাচ্ছে পুতিন৷ বাসা থেকে যেমন পিঁপড়ে বের হয় সেরকমই গিজগিজ করছে রুশ বাহিনী৷ রাশিয়া পশ্চিমাদের স্নায়ুর লড়াই কবে থামবে? যবে থামবে যেনে রাখুন ইউক্রেনের যুদ্ধও তবে থেমে যাবে৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version