Taliban Rule: প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর আফগানিস্তানে! পুরনো অবতারের ফিরছে তালিবান

।। প্রথম কলকাতা ।।

Taliban Rule: গত বছর ক্ষমতা দখলের পর আফগানিস্তানে প্রথম জনসম্মখে মৃত্যুদণ্ড কার্যকর করল তালিবান। বুধবার জাতিসংঘের মানবাধিকার অফিস OHCHR জানিয়েছে এমনটাই। ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘২০১৭-তে ছুরিকাঘাতে একজনকে হত্যা করে তাজমির নামের এক ব্যক্তি। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হলে, তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে’। পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন তালিবান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

উল্লেখ্য, গত বছরের অগাস্টে জঙ্গি গোষ্ঠীটি নতুন করে দেশ দখলের পর জানিয়েছিল, এটা তালিবান ২.০। এদিকে এই পদক্ষেপের দরুন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে তালিবান, দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। সম্প্রতি প্রকাশ্যে চাবুক মারার অভিযোগ উঠেছিল তালিবানের বিরুদ্ধে, এবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড। ‘এই সময় ‘-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তালিবানের মুখপাত্রের কথায়, ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেশের সর্বোচ্চ তিনটি আদালত শাস্তির ব্যাপারে পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে তালিবানের সর্বোচ্চ নেতা মোল্লা হাবায়তুল্লা আখুনজাদার কাছে। তারপর প্রকাশ্যে মৃত্যুদণ্ডে সিলমোহর পরে’।

প্রথম ১৯৯০-এর দশকে আফগানিস্তান দখল করেছিল তালিবান। সেই সময় কোনও অপরাধের শাস্তি হিসেবে অপরাধীকে প্রকাশ্যে চাবুক মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো। ২০২১-এ দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর ফের স্বমহিমায় দেখা যাচ্ছে তালিবানদের। সাম্প্রতিককালে মহিলাদের শিক্ষা গ্রহণ থেকে শুরু করে, তাঁদের কাজের স্বাধীনতা কেড়ে নেওয়া পর্যন্ত একাধিক নিয়ম চালু করা হয়েছে সেখানে। তা ভঙ্গ হলে কঠোর শাস্তির ব্যবস্থাও রয়েছে। চুরির মত অপরাধ থেকে শুরু করে অবৈধ সম্পর্কের জন্য মহিলা-পুরুষদের প্রকাশ্যে চাবুক মারার মতো শাস্তিও রয়েছে। যেখানে প্রায় ২০ বছর পর ক্ষমতায় ফিরে মহিলাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার, সেখানে তার বদলে মহিলাদের নানা কাজে নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। এবার প্রকাশ্যে মৃত্যুদণ্ডের কথা সরকারিভাবে জানানো হয়েছে তালিবানের পক্ষ থেকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version