Pongal in UK: ব্রিটেনে প্রধানমন্ত্রীর অফিসে পোঙ্গল উদযাপন, কলাপাতায় হাত দিয়ে খাচ্ছেন বিদেশিরা!

।। প্রথম কলকাতা ।।

Pongal in UK: চেয়ার টেবিলের লম্বা সার দিয়ে বসে আছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর(Prime Minister’s) অফিসকর্মী( Office Staff) এবং প্রতিরক্ষা(Defence) বিভাগের ইউনিফর্ম পড়া বেশ কয়েকজন ব্যক্তি। এই সাহেবরা রীতিমত হাত দিয়ে কলা পাতা থেকে খাবার খাচ্ছেন। তাদের সামনে সাজানো রয়েছে ভারতীয় খাবার। ভারতের ঐতিহ্যবাহী উৎসব পোঙ্গলের(Pongal) সময় চাল, গুড়, দুধ দিয়ে এক ধরনের মিষ্টি খাবার বানানো হয়, সেই খাবার তারা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। সেই ভিডিও তুমুল ভাইরাল( viral) হয়েছে সোশ্যাল মিডিয়া(social media)।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর( UK Prime Minister) পদে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক( Rishi Sunak)। সেখানে এবার দেখা গেল ভারতীয় ঐতিহ্য। তামিলনাড়ুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব হল পোঙ্গল(Pongal)। বাঙালি যাকে মকর সংক্রান্তি( Makar Sankranti) বলে, ভারতের স্থানভেদে এই নামের পার্থক্য রয়েছে। নিয়ম রীতিতেও ভিন্নতা রয়েছে। তামিলনাড়ুতে দেশীয় কৃষকরা মহাসমারহে পালন করেন পোঙ্গল। মূলত ফসল ভালো হওয়ার উদ্দেশ্যেই এই উৎসব পালন করা হয়। টানা চার দিন ধরে নানান আলপনা আর ফুলে সেজে ওঠে তামিলনাড়ু। তারপর জমিয়ে চলে ভোজ খাওয়া। পৌষ মাসের শেষের দিকে তামিলনাড়ুর এই দৃশ্য অত্যন্ত পরিচিত। এবার সেই দৃশ্যর এক ঝলক দেখা গেল ব্রিটেনে।

ভাইরাল হওয়ার ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রতিরক্ষা ইউনিফর্ম পরা কিছু ব্যক্তি এবং অন্যান্য কর্মকর্তারা সারিবদ্ধভাবে পোঙ্গল উপভোগ করছেন। তাদের সামনে কলা পাতায় পরিবেশন করা হয়েছে ইডলি, চাটনি, কলাসহ নানান খাবার। তাদের আর কোন খাবার চাই কিনা কিংবা পরিবেশন কেমন চলছে তা জিজ্ঞাসা করছেন এক ব্যক্তি। যার পরনে ভারতীয় পোশাক, পা পর্যন্ত রয়েছে সাদা ধবধবে ধুতি। কয়েক জনকে চামচ ব্যবহার করতে দেখা গেলেও অনেকেই হাত দিয়ে খাবার খাচ্ছিলেন। এই দৃশ্য ইউকের প্রতিরক্ষা এবং প্রধানমন্ত্রী অফিসের কর্মীদের পোঙ্গল উদযাপনের। ইতিমধ্যে টুইটারে এই ভিডিওটি প্রায় ৬৮ হাজারের বেশি মানুষ দেখেছেন। ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই দৃশ্য দুর্দান্ত। এই দৃশ্য দেখে সত্যিই ভারতবাসী হিসেবে গর্বিত। আবার একজন মন্তব্য করে লিখেছেন, তাদেরকে হাত দিয়ে খেতে কষ্ট করতে দেখে মজা লাগছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেশের তামিল মানুষের পোঙ্গলের শুভেচ্ছা জানিয়েছেন। ইউটিউবে শেয়ার করা একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তিনি এই সপ্তাহের শেষে পোঙ্গল উদযাপনকারী সবাইকে তাঁর শুভেচ্ছা পাঠাতে চান। তিনি জানেন এই উৎসবটি সারাদেশের পরিবারের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ১৪ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি এই চার দিন পোঙ্গল উদযাপিত হয়েছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version