Vastu Rules: বাড়িতে লাগিয়েছেন কলাগাছ ! আপনার সৌভাগ্য না দুর্ভাগ্যের প্রতীক? জানুন

। প্রথম কলকাতা।।

Vastu Rules: যেকোনো ধরনের গাছ মানেই আমরা পজিটিভ এনার্জি বুঝি। একথা একেবারেই ভুল নয়। বিজ্ঞানও বিশ্বাস করে যে কোন গাছ বিশেষত রঙবেরঙের ফুলের গাছ আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে । তবে এমন কিছু গাছ রয়েছে যাদেরকে আমরা পবিত্র বলে মনে করি ।আমাদের বাড়ির বিভিন্ন জায়গায় স্থান পায় সেই গাছগুলি। হিন্দু ধর্মে তেমনই তুলসী গাছ, কলা গাছকে ভীষণ পবিত্র মনে করা হয়। প্রতিটা হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতেই কোথাও না কোথাও একটা হলেও তুলসী গাছের দেখা মেলে। তেমনই অনেকে বাড়িতে কলা গাছ বসানোকে শুভ বলে মনে করেন।

এক্ষেত্রেও কিন্তু নানা মুনির নানা মত রয়েছে। অনেকেরই মতে বাড়িতে কলাগাছ লাগানো একেবারেই শুভ নয়। যদিও হিন্দুদের বিভিন্ন পুজো পার্বণ উৎসবে কলা গাছের ব্যবহার করা হয়। এছাড়াও জ্যোতিষ শাস্ত্রে কলা গাছকে পূজনীয় বলে উল্লেখ করা হয়েছে । কিন্তু তারপরেও কেন কলা গাছকে বাড়িতে লাগানো ভালো নয় বলে মনে করেন অনেকে ? এর সদুত্তর এখনও পর্যন্ত মেলেনি। বাড়ির ভুল জায়গায় কলা গাছ স্থাপন করলে নাকি জীবনে অশান্তির কালো ছায়া নেমে আসে। আবার বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে কলাগাছ স্থাপনা সুখ সমৃদ্ধিকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।

* অতএব বাড়িতে কলাগাছ লাগানো সৌভাগ্য না দুর্ভাগ্যের ? চলুন জানা যাক –

১) বাড়ির উত্তর-পূর্ব দিকে কলা গাছ রোপন করা অত্যন্ত শুভ।

২) যেখানে কলা গাছ লাগানো হবে, সেইখানে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত । কারণ মনে করা হয় কলা গাছে ভগবান বিষ্ণু অবস্থান করেন । আর অন্যদিকে তুলসী মঞ্চ যে দেবী লক্ষ্মীর আস্তানা তা হিন্দু ধর্মে যুগ যুগ ধরে প্রচলিত । কাজেই তুলসী গাছ এবং কলা গাছ একসাথে রাখলে লক্ষ্মীনারায়নের আশীর্বাদ বর্ষণ হয় বলেই মনে করা হয়।

৩) সব সময় বাড়ির পেছনদিকে কলা গাছ লাগানো উচিত।

৪) যেখানে কলা গাছ লাগানো হবে সেই জায়গাটিকে নিয়মিত পরিষ্কার করুন।

৫) নিয়মিত কলা গাছে প্রয়োজন অনুযায়ী জল দিন। কলা গাছের কাণ্ডে একটি লাল বা হলুদ সুতো বেঁধে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

৬) প্রতি বৃহস্পতিবার হলুদ দিয়ে পুজো করুন কলাগাছের । এছাড়াও সন্ধ্যের দিকে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন কলাগাছের সামনে।

৭) কলা গাছের মধ্যে কোন পাতা শুকিয়ে গেলে কখনই সেটিকে ফেলে রাখবেন না ।অবশ্যই নজরে আসার সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিন।

* ভুল জায়গায় কলাগাছ লাগালে কী হতে পারে ?

জ্যোতিষ শাস্ত্র অনুসারে , কলা গাছে বসবাস দেবগুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর। তাই কলা গাছ যদি বাড়ির কোন ভুল জায়গায় বসানো হয় কিংবা যত্ন নেওয়ার ক্ষেত্রে কোন রকম ত্রুটি হয় তবে পারিবারিক সম্পর্কে খারাপ প্রভাব পড়ে। এইজন্যেই জ্যোতিষবিদরা বাড়িতে কলা গাছ লাগানোর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন। তবে শাস্ত্রমতে যে জায়গায় কলা গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং যে নিয়ম বলা হয়েছে তা মেনে যত্ন নিলে সুখ সমৃদ্ধির কোন অভাব হয় না জীবনে।

* জ্যোতিষ শাস্ত্র কী বলে ?

জ্যোতিষ শাস্ত্রে কলা গাছ লাগানোর যে নিয়ম উল্লেখ করা হয়েছে সেই নিয়ম মেনে যদি গৃহস্থ বাড়িতে কলা গাছ রোপণ করা হয় তবে বাধা-বিপত্তি কেটে যায়। পরিবারের সুখ সমৃদ্ধি আসে । দাম্পত্য জীবন মধুময় হয় । এছাড়াও দেব গুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি বজায় থাকে। যার ফলে আর্থিক সংকট দেখা দেয় না।

Exit mobile version