Plant Nursery Business: শীতে করুন নার্সারির ব্যবসা, সামান্য ইনভেস্টমেন্টে প্রচুর লাভ

।। প্রথম কলকাতা ।।

Plant Nursery Business: সামান্য ইনভেস্টমেন্টে প্রচুর লাভ। চাকরির জন্য অন্যের দরজায় ঘুরতে হবে না। নিজের বাড়িতেই শুরু করুন নতুন ব্যবসা। কাজে যেমন রয়েছে স্বাধীনতা, তেমনই পাবেন মোটা অঙ্কের মুনাফা। এই ব্যবসা শুরু করার মোক্ষম সময় শীতকাল। বর্তমানে নগরায়নের শ্রীবৃদ্ধির জেরে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ। মানুষ সবুজের স্বাদ পেতে নিজের বাড়ির ছোট্ট ব্যালকনি কিংবা ছাদেই বানাচ্ছেন সুন্দর বাগান। বাজারে চাহিদা বাড়ছে নার্সারির। আপনি অত্যন্ত সামান্য টাকাতেই চারা গাছের ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসায় সফলতা পেতে মেনে চলতে হবে কিছু টিপস। সাধারণত নার্সারির ব্যবসা সারা বছর চালাতে পারেন, তবে গ্রীষ্মকাল আর বর্ষাকালে একটু সতর্ক থাকতে হয়। যদি প্রথম থেকেই সুকৌশলে ব্যবসা করেন, তাহলে চারা গাছ থেকে ভালো ইনকাম করা সম্ভব। প্রয়োজন শুধু সাবধানতা আর পরিশ্রমের। যেহেতু গাছ অত্যন্ত নমনীয়, তাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

(১)নার্সারি শুরু করতে বিশাল বড় জমির দরকার নেই। শুরুটা করুন নিজের বাড়ি থেকে। বাড়ির ছাদেই আপনি ছোট্ট করে নার্সারি খুলতে পারেন। ব্যবসা শুরুর আগে এই বিষয়ে খুঁটিনাটি জেনে নিন। কোন আবহাওয়ায় কোন গাছ কিভাবে পরিচর্যা করতে হবে তার সম্যক ধারণা থাকা প্রয়োজন। এমনকি বিভিন্ন গাছ ভেদে কীটনাশকের ব্যবহার এবং পরিমাণ সম্পর্কে জানা দরকার।

(২)চারা গাছের যত্নের জন্য প্রয়োজন কিছু জিনিস, যেমন ছুরি-কাঁচি, সাঁড়াশি, হাঁড়ি, পায়ের পাতা রক্ষার জন্য বিশেষ মোজা প্রভৃতি। কোথায় গাছের বীজ কম দামে পাওয়া যায় তার খোঁজ রাখতে হবে। চারা গাছকে জীবাণুদের হাত থেকে বাঁচাতে কিভাবে সার তৈরির পদ্ধতি কিংবা হরমোন প্রস্তুতির ব্যাপারে প্রথমে ভালোভাবে জেনে নেবেন।

(৩)যে কোনো ব্যবসার শ্রীবৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল চাহিদা মূলক বাজার। প্রথমে আপনাকে বুঝতে হবে শীতের মোরসুমে ঠিক কোন কোন চারা গাছের চাহিদা রয়েছে। এই ব্যবসার জন্য খুব একটা মূলধনের প্রয়োজন হয় না। চাইলে গাঁদা ফুল, রজনীগন্ধা, বাহারি গাছের চারা দিয়ে প্রথমে ব্যবসা শুরু করতে পারেন।

(৪)কোথায় চারা গাছ রাখছেন এটিও গুরুত্বপূর্ণ বিষয়। এমন জায়গায় চারা গাছ রাখবেন যেখানে সহজে জল জমে না। বৃষ্টির জল যাতে গাছ সহজে নষ্ট না করে দেয় সেদিকে খেয়াল রাখবেন।

(৫)একটি খাতা কিংবা ডাইরিতে লিখে পরিকল্পিত প্ল্যান সম্পর্কে নোট করবেন। কোন কাজের পর কোন কাজ করবেন তার একটি চার্ট বানিয়ে নিন। ব্যবসার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ এগোতে গেলে প্রথমে পরিকল্পনা করে নেওয়া দরকার। আপনার ব্যবসা সম্পর্কিত প্রচার চালাতে হবে। সাধারণত স্টেশনের পাশে বা বড় রাস্তার পাশে দোকান থাকলে মানুষ দেখে আগ্রহ সহকারে কিনতে আসে। আপনি যদি প্রথমেই বাড়ি থেকে ব্যবসা শুরু করেন তাহলে প্রচার দরকার। আর না হলে ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে ব্যবসা শুরু করুন।

(৬)আপনার দোকানের একটি সুন্দর নাম দিন। নামের মধ্যেই লুকিয়ে থাকে অনেক অর্থ। বহু মানুষ আছেন যারা শুধুমাত্র নাম শুনে দোকানে ছুটে আসেন। প্রয়োজনে দোকানের কার্ড বানাতে পারেন।

(৭) ব্যবসার শুরুতে প্রথম দিকে মোটা লাভ করবেন এমন চিন্তা মাথা থেকে বের করে দিন। প্রথমে কম লাভে গাছের চারা বিক্রি করুন। যখন সুনাম চারিদিকে একটু ছড়িয়ে পড়বে, তখন গাছের যথাযথ দাম নিতে পারেন।

(৮)এই ব্যবসার অন্যতম একটি দিক হল কালেকশন। শুধুমাত্র কয়েকটি প্রজাতির গাছের চারা রাখলে হবে না। গ্রাহক অনুযায়ী চাহিদাও ভিন্ন, তাই কমবেশি বিভিন্ন প্রজাতির গাছ আপনার দোকানে রাখতে হবে।

(৯)বর্তমানে অনলাইনের রমরমা। সোশ্যাল মিডিয়ায় একটি ওয়েবসাইট কিংবা পেজ খুলে সেখানে আপনার দোকান সম্পর্কিত প্রচার করতে পারেন। নিয়মিত নতুন নতুন গাছের চারা পোস্ট করলে বহু মানুষ আগ্রহ দেখাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version