Taslima Nasrin: ‘বই বিক্রি করতে সিরিয়ালে অংশ নিন’, কী পরিপ্রেক্ষিতে এমন লিখলেন তসলিমা নাসরিন?

।। প্রথম কলকাতা ।।

Taslima Nasrin: ৩০ জানুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে চলছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair 2023)। প্রতিবারের মতো এবারেও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বছরের থিম কান্ট্রি স্পেন। আর মহানগরের বুকে স্পেনের ছোঁয়া পেতে বিগত কয়েকদিনে মানুষের উপচে পড়া ভিড় নজরে এসেছে সেন্ট্রাল পার্কে। সেইসঙ্গে এই পুস্তক মেলায় সাধারণের সঙ্গে নজরে আসছেন তারকারাও। আর তাঁদের দেখে সেলফির লাইন পড়ে গিয়েছে বইমেলায়। সোশ্যাল মিডিয়ায় প্রায় দিনই টুকরো টুকরো এই ধরনের ছবি নজরে আসছে। এবার এসবের মাঝে হঠাৎই চোখে পড়ল বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin) একটি পোষ্ট। বিভিন্ন ঘটনা নিয়ে নিজের মতামত দিয়েই থাকেন তিনি। এবারও তার অন্যথা হয়নি। কী বলেছেন লেখিকা?

নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, ‘বইমেলায় গিয়ে কবি-লেখকরা তাঁদের বই হাতে নিয়ে, অটোগ্রাফ দিচ্ছে এমন ভঙ্গিতে, দাঁড়িয়ে বসে হেসে, ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন যেন পাঠকেরা বই কেনেন। পাঠক কত আর কেনেন তাঁদের বই! যেই না টেলিভিশনে চেহারা দেখা যায় এমন কোনও লোক মেলায় এসে গেল, তাঁকে দেখার জন্য লম্বা লাইন লেগে গেল তাঁর উপদেশমূলক চটি কেনার জন্য। বই বিক্রি হোক চাইছেন? তাহলে টেলিভিশনের রিয়ালিটি শো’তে বা সিরিয়ালে অংশ নিন’। লেখিকার এই পোস্ট মুহুর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে।

এক কথায় তিনি বোঝাতে চেয়েছেন যে, এখনকার দিনে মানুষ কী পছন্দ করছেন। মানুষের কাছে কোন বিষয়টা বেশি গুরুত্ব পাচ্ছে। তাঁর পোস্টের নিচে কেউ লিখেছেন, ‘কথাটা অনেকটাই সত্য। ভালো বইয়ের মান নির্ণয় হয় ভালো প্রচারের উপর ভিত্তি করে। আর প্রচারের জন্য মানুষ যে কী কী করতে পারে, তা সেই জানে’। কারোর কথায়, ‘এবছর কলকাতায় থেকেও অসুস্থতার কারণে আপনি বইমেলায় যেতে পারলেন না। এটা সত্যিই খুব বেদনার। আপনার দ্রুত আরোগ্য কামনা করি’। কেউ আবার বলেন, ‘আমরা হলাম হুজুগে বাঙালি। টিভিতে ছবি দেখা গেলে বেশি গুরুত্ব দিই। লেখার গুণগত মান, মৌলিকতা, সাবলীলতা, সত্যতা নিয়ে এখন খুব কমই ভাবি’। সকলেই লেখিকার বলা কথাকে সমর্থন জানিয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version