Pori Moni: ‘এনজয়’, ভক্তদের জন্য ছবির গান পোস্ট করে লিখলেন পরীমণি

।। প্রথম কলকাতা।।

Pori Moni: নতুন বছরে সবেমাত্র পা রেখেছি আমরা সবাই। আরে এই ক’দিনের মধ্যে ঘটে গিয়েছে অনেক কিছু। হারিয়েছি অনেক শিল্পীকে, চিড় ধরেছে অনেকের সম্পর্কে। চলতি বছরের শুরু থেকেই সংবাদপত্রের শিরোনামে জায়গা করেছেন ওপার বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে উদ্বিগ্ন তাঁর ভক্তরাও। বছরের প্রথম দিনই নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান পরীমণি (Pori Moni)। এমনিতে কোনও কিছু রাখ-ঢাক করে রাখতে পছন্দ করেন না তিনি। তাই স্বামী-অভিনেতা শরীফুল (Sariful Razz) রাজকে ছাড়ার সিদ্ধান্ত সকলকে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। এই দুই তারকার সম্পর্ক কোন দিকে মোড় নেয়? তা নিয়ে কৌতুহলী সবাই। আর এইসবের মাঝে নিজের সিনেমার গান শেয়ার করে ফেসবুকে নায়িকা লেখেন ‘এনজয়’।

ঢাকাই ইন্ডাস্ট্রির (Dhallywood Industry) এই জনপ্রিয় অভিনেত্রী প্রেম, বিয়ে, বিচ্ছেদ সহ সমস্ত ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যখন তাঁর সঙ্গে রাজের বিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে, তখন ভক্তদের সঙ্গে নিজের কাজ ভাগাভাগি করে নিলেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ (Adventure Of Sundarban)। মুক্তি পাবে ২০ জানুয়ারি। সিনেমার গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এনজয়’। এটি সিনেমার দ্বিতীয় গান।

‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গান নিয়ে সিনেমার পরিচালক বলেছেন, ‘গল্পের প্রয়োজনে এই গানটি রয়েছে। গানে সিয়াম ও পরীমণির কথোপকথন রয়েছে। মূলত গানের মধ্যে দিয়ে আমরা গল্প বলতে চেয়েছি। দেশের সংস্কৃতিতে ফোক গান গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। মানুষ ঘুরে-ফিরে সেই ফোক গান শুনতে চায়। আর তাই দর্শকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত’। গানটিতে কন্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। গানের কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ। গত বছর হঠাৎই মারা গিয়েছেন তিনি। গানের সুর ও সঙ্গীতে রয়েছে ইমন চৌধুরী। এর আগে ছবির যে গান রিলিজ করেছে সেটি মহম্মদ জাফর ইকবালের কথায় ‘আয় আয় সব তাড়াতাড়ি’। একইভাবে এই গানের সুর ও সঙ্গীত করেছেন ইমন চৌধুরী।

তবে সেইসঙ্গে কন্ঠ দিয়েছেন তিনি। শিশুদের ভ্রমণের গল্প নিয়ে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে ছবির চিত্রনাট্য করা হয়েছে। ছবিতে পরিমণি ও সিয়াম আহমেদ (Siam Ahmed) ছাড়া আজাদ আবুল কালাম, হুরায়রা তানভীর সহ ২০ জন শিশুশিল্পী রয়েছে। এই ছবিকে নিয়ে পরিমণির উৎসাহ কম নয়, তাই সকল খারাপ লাগার মাঝেও ছবির প্রচার করে চলেছেন অভিনেত্রী।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version