Best Business Idea: সরকারি সাহায্যে মোটা টাকা লাভের সুযোগ, ইনভেস্টমেন্ট ছাড়াই শুরু করুন নিজের ব্যবসা

।। প্রথম কলকাতা ।।

Best Business Idea: বাজারে প্রতিদিন মাছ এবং সবুজ শাকসবজির পাশাপাশি প্রোটিন আর ভিটামিন সমৃদ্ধ মাংস, ডিমের চাহিদা অবশ্যই থাকবে। প্রতিদিনের এই সুষম খাবারকে কেউই বাদ দিতে চান না। বেশিরভাগ মানুষের ঘরেই ডিম কেনা থাকে। আপনি যদি চাকরি না করে নিজের ব্যবসার (Business) স্বপ্ন দেখে থাকেন তাহলে পোল্ট্রি ফার্মের (Poultry Farming) ব্যবসা করলে মন্দ হবে না।

পোল্ট্রি ফার্ম ব্যবসায় আপনি সরকারের তরফ থেকে সরকারি লোন নিতে পারেন, তাও আবার কম সুদে। পোল্ট্রি ফার্ম ব্যবসার জন্য প্রয়োজন নিজস্ব সামান্য ছোট জায়গা। চাইলে আপনার বাড়ি লাগোয়া ছোট জায়গাকে কাজে লাগাতে পারেন। বর্তমানে পঞ্চায়েত এলাকাগুলিতে পোল্ট্রি ফার্ম ব্যবসার জন্য মুরগির দেওয়া হয়, তাও আবার বিনামূল্যে। এই ব্যবসার জন্য আমি সরকারি তরফ থেকে প্রায় এক লক্ষ টাকা ঋণ নিতে পারেন। যেক্ষেত্রে ছাড় পাবেন প্রায় ২৫ শতাংশ। অর্থাৎ আপনি একটা টাকা খরচ না করেও করেও সরকারি সাহায্যে লাভবান হতে পারেন। এই ব্যবসার জন্য ব্যাঙ্ক যে ঋণ নেবেন তার উপর সুদ নেই বললেই হয়। তাই ব্যবসা শুরু করার আগে প্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন খালি জায়গা নির্বাচন করবেন। অবশ্যই আপনার পোল্ট্রি ফার্মটিকে এমএসএমই এর মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে ভুলবেন না।

পোল্ট্রি ফার্ম করতে আপনার কত খরচ হচ্ছে তার অবশ্যই একটি হিসাব রেখে দেবেন। পোল্ট্রি ফার্ম বানাতে গেলে ঠিক কোন কোন জিনিস প্রয়োজন তার একটি লিস্ট বানিয়ে তারপর কাজ শুরু করবেন। না হলে মাঝপথে কাজ গুলিয়ে যেতে পারে। ব্যাঙ্কে ঋণ নিতে যাওয়ার সময় আপনার পরিচয় পত্রসহ যাবতীয় প্রয়োজনীয় নথি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন।

বর্তমানে বহু ব্যক্তি পোল্ট্রি ফার্মের ব্যবসার সঙ্গে যুক্ত। আপনি যদি যথাযথভাবে ব্যবসা করতে পারেন তাহলে ব্যাঙ্কের ঋণ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সাধারণত এই পোল্ট্রি আর ডেয়ারি ব্যবসায় সরকারি সহযোগিতা পাওয়া যায়। এই ব্যবসায় সহজেই আপনার বেকারত্ব দূর করতে পারবেন। পাশাপাশি আপনার এলাকায় ডিম আর মাংসের চাহিদা পূরণ করে একজন সুদক্ষ ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন। পোল্ট্রি ফার্মে মুরগি পালনের জন্য খাবার নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি চাষ করা শস্য দানা কিংবা সবুজ শাকসবজি মুরগির খাবার হিসেবে ব্যবহার করতে পারেন।

ব্যবসা শুরু করার আগে প্রথমে একটু প্রশিক্ষণ নিয়ে নেওয়া ভালো। কারণ প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করলে খুব একটা লস হবে না। আপনি সুস্থভাবে প্রাণীগুলিকে বড় করতে পারবেন। পোল্ট্রি ফার্মে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। যদি একবার কোন ছোঁয়াচে রোগ দেখা দেয় তাহলে ফার্মের সমস্ত প্রাণী মারা যেতে পারে। তখন কিন্তু বড়সড় লস হবে। প্রশিক্ষণ নিলে আপনি জানতে পারবেন প্রাণীগুলিকে ঠিক কোন সময় টিকা দেওয়া প্রয়োজন।

এই ব্যবসা আপনি করতে পারবেন দুটো পদ্ধতিতে। একটি সেলফ ফার্মিং আবার অপরটি কন্ট্রাক্ট ফার্মিং। সেলফ ফার্মিংয়ের ক্ষেত্রে ব্যবসার সমস্ত দায়িত্ব এবং খরচের ভার আপনার হাতে থাকবে অপরদিকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ক্ষেত্রে পোল্ট্রি মুরগির সমস্ত খরচ, খাবার, টিকা, সব কোম্পানি বহন করবে। এক্ষেত্রে আপনাকে কোন খরচ করতে হবে না। পরবর্তীকালে লভ্যাংশ থেকে কিছু টাকা কোম্পানিকে দিতে হবে, এক্ষেত্রে ঝুঁকির পরিমাণ কম।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version