Operation Ajay: অপারেশন অজয় লঞ্চ ভারতের! ইজরায়েলে মোদীর রক্ষাকবচ, গঙ্গার ডিটো

।। প্রথম কলকাতা ।।

Operation Ajay: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে অপারেশন অজয় লঞ্চ ভারতের। ভারতীয়দের উড়িয়ে আনলো নরেন্দ্র মোদীর রক্ষাকবচ। অজয়ের বর্ম-ই ১৮০০০ কে দিচ্ছে সুরক্ষা। ইমারজেন্সি চলছে, একটা নম্বরেই যাবতীয় সাহায্য। ইউক্রেন যুদ্ধে ভারতের অপারেশন গঙ্গার কথা মনে আছে তো? ভয়ে কুঁকড়ে আছে ভারতের মানুষ, ইজরায়েল থেকে ধাপে ধাপে দেশে ফেরানোই বড় চ্যালেঞ্জ। গঙ্গার পর অজয়ের ধামাকা। শুরুতেই সাক্সেস, নরেন্দ্র মোদীর জয়জয়কার। ভারত টু ইজরায়েল। ভারতের গ্র্যাণ্ড অপারেশন অজয় শুরু। ২১২ জন সেফলি ফিরলো দেশে, নিজেদের ঘরে।

জীবন হাতের মুঠোয় নিয়ে যেসব ভারতীয়রা ভয়ে গৃহবন্দী যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে, তাদেরকে ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ নয়া দিল্লির। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর জেলেনেস্কির দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার ‘অপারেশন গঙ্গা’ চালু করেছিল। আর ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধ শুরুর পর ইহুদী ভূমিতে আটকে পড়া ১৮০০০ ভারতীয় কে দেশে ফিরিয়ে আনতে “অপারেশন অজয়” লঞ্চ করল ভারত। ফের একবার দেশের মানুষকে রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন মোদী। ভারত সরকার বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নাগরিকদের ইজরায়েল থেকে ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছে। ফার্স্ট ব্যাচে ইজরায়েল টু ভারত, চার্টার্ড ফ্লাইট যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল আটকে থাকা ২১২ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল কেন্দ্র। শুক্রবার সকালে ওই ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করলো কেন্দ্রের পাঠানো বিশেষ বিমান। যাঁরা দেশে ফিরতে আগ্রহী, তাঁদের বিমানের ভাড়া চোকাতে হচ্ছে না। প্রয়োজনে ইন্ডিয়ান নেভিরও সাহায্য নেওয়া হতে পারে।

ব্যবহার করা হতে পারে জাহাজগুলোকেও যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে প্রথম ফ্লাইট ভারতীয়দের নিয়ে ১২ অক্টোবর দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই মূহুর্তে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর শ্রীলঙ্কা সফর করছেন। ইজরায়েলের উদ্ধারকাজ খতিয়ে দেখতে বিদেশ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন তিনি। অলরেডি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন, বিদেশের মাটিতে ভারতের নাগরিকদের নিরাপত্তা দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ আর, বিদেশ মন্ত্রীর এই পোস্টের পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বহু পরিবার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা কেউ ভোলেনি। সেই সময়ও যুদ্ধ শুরুর পর এই ভাবেই ভারত সরকার ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছিল। অপারেশন গঙ্গার সাক্সেস দেখেছিল গোটা ভারত। আর, এবার ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধে ক্ষতির হাত থেকে ভারতীয়দের বাঁচাতে, সুস্থভাবে দেশে ফিরিয়ে আনতে মোদীর নতুন প্ল্যান রেডি। তবে এক চান্সে নয়, ধাপে ধাপে দেশে ফিরবে ভারতীয়রা।

তেল আবিবের ভারতীয় দূতাবাস অলরেডি জানিয়ে দিয়েছে তারা বিশেষ ফ্লাইটের জন্য নিবন্ধিত ভারতীয় নাগরিকদের ফার্স্ট ব্যাচের নাম ইমেল করে দিয়েছে! বাকিদের নাম নেক্সট ফ্লাইটের জন্য নথিভুক্ত করা হবে। তবে শুধু অপারেশন অজয় নয়, কী ভাবে দেশে ফেরার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন ইজরায়েলে আটকে থাকা ভারতীয়রা? জানিয়ে রাখি তেল আবিবে ভারতীয় দূতাবাস একটি ২৪ ঘণ্টার ইমারজেন্সি হেল্পলাইন চালু করেছে। নম্বর- +৯৭২-৩৫২২৬৭৪৮, +৯৭২-৫৪৩২৭৮৩৯২ cons1.telaviv@mea.gov.in-এও অ্যাক্সেস করা যেতে পারে। এছাড়া প্রথম পদক্ষেপ হিসেবে ভারতের বিদেশ মন্ত্রকও ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে। যে কন্ট্রোল রুমের উদ্দেশ্য, পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে তথ্য দিয়ে সাহায্য করা। নয়াদিল্লিতে কন্ট্রোল রুমের টোল ফ্রি যোগাযোগের নম্বর ১৮০০১১৮৭৯৭ ইমেইল situationroom@mea.gov.in যাদের পরিবার পরিজন ইজরায়েলে আটকে তারা প্যানিক করবেননা।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর সংযুক্ত আরব আমিরশাহির বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে কথা বলেছেন। যোগাযোগে আছেন। ইজরায়েলে আটকে পড়া ১৮০০০ ভারতীয়দের মধ্যে কেউ তথ্যপ্রযুক্তি কর্মী, কেউ চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত, কেউ আবার পড়ুয়া। সেখানে ১০০০ এর ও বেশি পড়ুয়া আটকে রয়েছেন। ভারতে বসে তাদের পরিবার প্রতিটা মুহূর্ত উদ্বেগ উৎকণ্ঠের মধ্য দিয়ে কাটাচ্ছে। তারা সকলেই একযোগে অপারেশন অজয় এর সাক্সেসের অপেক্ষায় মুখিয়ে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version