।। প্রথম কলকাতা ।।
Small Business Ideas: স্বাধীনভাবে ব্যবসা করতে চাইছেন, অথচ হাতে একদম টাকা নেই। চিন্তা নেই, মাত্র পাঁচ হাজার টাকাতেই আপনি আপনার নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। তারপর ধীরে ধীরে মুনাফা বাড়লে ব্যবসার পরিসরও বৃদ্ধি পাবে। হয়ত ভাবছেন মাত্র পাঁচ হাজার টাকায় কিভাবে ব্যবসা করা সম্ভব। কথায় আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। সামান্য বিনিয়োগে প্রচুর লাভ করার সুযোগ রয়েছে। শুধু প্রয়োজন পরিশ্রম আর ধৈর্যের। এই প্রতিবেদনে আপনার জন্য রইল স্মল বিজনেস আইডিয়া।
(১)ফিন্যান্স সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে তাহলে সেই দক্ষতাকে অবশ্যই কাজে লাগান। এই ব্যবসার জন্য প্রথমেই আপনার কাছে থাকতে হবে একটি বৈধ আর্থিক উপদেষ্টা হওয়ার লাইসেন্স। আর সামান্য ছোট্ট ঘরে একটি অফিস থাকলে যথেষ্ট। আপনি খুব সহজেই স্বাস্থ্য বীমা, ব্যাঙ্কিং, শেয়ার ইনভেস্টমেন্টের মতো বিষয়গুলি সম্পর্কে মানুষকে পরামর্শ দিয়ে ভালো টাকা উপার্জন করতে পারেন।
(২)সাম্প্রতিককালে বহু মানুষ আছেন যারা ঘরে ঘরে পোষ্য প্রাণী রেখে দেন। কিন্তু অফিস টাইমে দেখাশোনা করার অভাবে প্রিয় পোষ্যকে রেখে দিয়ে যান কোন ক্রেশে। আপনি চাইলে পেট সিটিং এর ব্যবসা শুরু করতে পারেন। বিশেষ করে যারা পশু প্রেমিক তাদের জন্য এই আইডিয়া বেশ কাজের। সারাদিন পোষ্য প্রাণীদের সঙ্গে থাকলে যেমন মন ভালো থাকবে, তেমনই মোটা টাকা উপার্জন করার সুযোগ রয়েছে। প্রথমেই কিছু পেট ফুড পেট, টয়েস আর পেট মেডিসিনের যোগাড় করতে হবে। এর জন্য আপাতত পাঁচ হাজার টাকাই যথেষ্ট।
(৩)প্লাস্টিকের ব্যবহার নিয়ে সারা বিশ্ব জুড়ে রীতিমত হইচই হয়ে পড়ে গিয়েছে। পরিবেশবিদরা আপ্রাণ চেষ্টা করছেন, কিভাবে প্লাস্টিক বন্ধ করা যায়। আপনি চাইলেই মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে পরিবেশবান্ধব কাগজের ব্যাগ তৈরির ব্যবসা করতে পারেন। একবার মার্কেটে সুনাম হয়ে গেলে তখন আর পিছন ফিরে থাকাতে হবে না। আপনি পরিবেশবান্ধব ব্যাগগুলি সরাসরি ক্রেতাদের কিংবা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিক্রি করতে পারবেন।
(৪)স্বল্প বিনিয়োগেই বানাতে পারেন ছোট্ট হোম বেকারি। ব্রেকফাস্টে পাউরুটি মানুষের অন্যতম পছন্দের একটি খাবার। সামান্য বিনিয়োগে আপনি প্রথমে পাউরুটি কিংবা কুকি বেকিংয়ের ব্যবসা শুরু করতে পারেন।
(৫)আপনার বাড়ি যদি একটু বড় হয়, আর ঘর সংখ্যা বেশি থাকে তাহলে পেইং গেস্টের ব্যবসা শুরু করতে পারেন। শহর এলাকায় বাড়ি হলে আরো ভালো। বহু মানুষ পড়াশোনা কিংবা চাকরির সুবিধার্থে শহরে এসে বাস করেন। হোস্টেলের তুলনায় অনেকেই পেইং গেস্টে থাকা নিরাপদ বলে মনে করেন। এই ব্যবসায় আপনার রোজগারের পাশাপশি বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হবে। প্রথম মাসটা হয়ত পেইং গেস্টদের খাওয়ার খরচটা আপনাকে দিতে হবে। পরের মাস থেকে মোটা লাভের সুযোগ রয়েছে।
(৬)যদি একটু সৃজনশীল মানুষ হন তাহলে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই শুরু করতে পারেন ঘর সজ্জার ব্যবসা। বিয়ে কিংবা যে কোনো উৎসব অনুষ্ঠানে ঘর সাজানোর জন্য বর্তমানে হোম অর্গানাইজারদের চাহিদা বেড়েছে। প্রথমটা শুরু হবে ছোট ছোট কন্ট্রাক্ট দিয়ে, পরবর্তীকালে কাজ অনুযায়ী আপনি সহকারীর সংখ্যা বাড়াতে পারেন। তবে এই ব্যবসায় আগে প্রয়োজন নিজের প্রচার। হাতের কাজ সম্পর্কে প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম গুলি বেছে নিতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম