Papad Making Business: মাত্র ৫০০০ টাকা হাতে রয়েছে ? পাঁপড় তৈরির ব্যবসা করার জন্য যথেষ্ট

।। প্রথম কলকাতা ।।

Papad Making Business: বাড়িতে কোন উৎসব-অনুষ্ঠান থেকে শুরু করে পুজো-পার্বণ সবেতেই খাবার দাবারের এলাহি আয়োজন থাকে। আর শেষ পাতে দই মিষ্টি চাটনি পাঁপড় এইছাড়া যেন অনুষ্ঠান বাড়ির খাওয়া কিছুতেই সম্পূর্ণ হয় না। পাঁপড়ের চাহিদা দৈনন্দিন জীবনে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এমন অনেক পরিবার রয়েছে যারা প্রতিদিনই অল্পবেশি পাঁপড় (Papad) খেতে পছন্দ করেন। শুনলে অবাক হবেন, ভারত থেকে প্রায় ১২১ টি দেশে পাঁপড় রপ্তানি করা হয়। একটি সমীক্ষা থেকে এমন রিপোর্টিং উঠে এসেছে। তাই বলা বাহুল্য পাঁপড়ের ব্যবসা বর্তমানে বাজারে বেশ চাহিদায় রয়েছে।

আপনিও চাইলে এই লাভজনক ব্যবসাতে (Profitable Business) নিজের পুঁজি বিনিয়োগ করতে পারবেন । যদি বড় করে পাঁপড়ের কারখানা তৈরি করতে চান তাহলে অবশ্যই ভালো। আর যদি ছোটখাটো ব্যবসা শুরু করতে চান তার জন্য এটি একেবারে সঠিক সিদ্ধান্ত হবে । কারণ পাঁপড়ের ব্যবসা শুরু করতে ন্যূনতম ৫০০০ টাকা পুঁজি থাকলেই যথেষ্ট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version