Aloe Vera: অ্যালোভেরার একটা পাতাতেই হাজার গুণ, বিক্রিতে মিলবে প্রচুর মুনাফা

।। প্রথম কলকাতা ।।

Aloe Vera: ছোট্ট টবেই হবে অ্যালোভেরা চাষ। পদ্ধতি অত্যন্ত সহজ, খরচ কম অথচ উপকার মিলবে প্রচুর। অ্যালোভেরা গাছ অনেকেই বাড়িতে শখ করে রেখে দেন। শুধুমাত্র বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাবেন বলে অনেকে অ্যালোভেরা বাড়িতে চাষ করেন। এছাড়া রূপচর্চার কাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বাজারে সারা বছরে আয়লোভেরা কিনতে পাওয়া যায়, তবে তার দাম থাকে প্রচুর। যদি নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করেন তাহলে বাজার থেকে প্রতিদিন অ্যালোভেরা কিনতে গেলে অনেক টাকা খরচ হবে। তাই চাইলে আপনি আপনার বাড়ির ছাদে কিংবা ছোট্ট ব্যালকনিতেই টবে চাষ করতে পারেন অ্যালোভেরা। যদি নতুন ব্যবসা শুরুর কথা ভাবেন, তাও আবার কম ইনভেস্টমেন্টে, তাহলে অ্যালোভেরা চাষ করতে পারেন।

অ্যালোভেরা চাষ অত্যন্ত সহজ। এক্ষেত্রে শুধু একটু যত্নের প্রয়োজন। শুধুমাত্র একটি পাতা থেকেই অ্যালোভেরা গাছ জন্মাবে। প্রথমে কয়েকটি অ্যালোভেরা পাতা সংগ্রহ করবেন। খেয়াল রাখবেন যেন সাদা অংশটি পাতার সঙ্গে লেগে থাকে। সেই পাতা মাটিতে গর্ত করে বসিয়ে দেবেন। মাটি আগে থাকতেই ভিজিয়ে নেবেন। তারপরে শিকড় গজাতে শুরু করলে চারা অন্যত্র একটি টবে বসাতে পারেন। চাইলে আপনি বড় টবেও রাখতে পারেন। যত বড় পরিসরে অ্যালোভেরা রাখবেন ততই দ্রুত ভালোভাবে গাছ বৃদ্ধি পাবে।

অ্যালোভেরার চাহিদা আন্তর্জাতিক বাজারেও ব্যাপক। ক্রিম, কসমেটিকস কিংবা ওষুধ তৈরিতে অ্যালোভেরা সবসময়ই ভালো চাহিদা থাকে। অ্যালোভেরা চাষ করে প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। একবার সামান্য ইনভেস্টমেন্ট করলেই চার থেকে পাঁচ বছর একেবারে নিশ্চিন্ত। তখন শুধু লাভের টাকা গুনবেন। চাইলে এক বিঘা জমিতে প্রায় বারো হাজার গাছ লাগাতে পারেন। অ্যালোভেরা চাষের মোক্ষম সময় হল ফেব্রুয়ারি থেকে নভেম্বর মাস। শীত একটু কমলে অ্যালোভেরা চারা পুঁততে পারেন।

গাছ লাগাতে হবে অন্তত ২ ফুট দূরত্বে। একবার চাষ করলে বছরে দুবার পাতা কাটা এবং মুনাফা লাভের সুযোগ রয়েছে। প্রায় সব ধরনের মাটিতেই অ্যালোভেরা চাষ করা যায়। অল্প বালু মিশ্রিত মাটি হলে গাছ ভালো হয়। খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন জল না জমে, তবে অ্যালোভেরা চাষের জন্য প্রতিদিন রোদের প্রয়োজন। চাষ করার আগে জমি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দরকার হলে চাষের সময় গোবর সার মাটির মিশিয়ে নিতে পারেন। সাধারণত অ্যালোভেরা চাষে কোন রাসায়নিক সার ব্যবহার করা হয় না। আপনি তার পরিবর্তে নিম খইলের মতো জৈব সার ব্যবহার করতে পারেন। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না। মাঝেমধ্যে জমির আগাছা নিলে পরিষ্কার করে দেবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version