Shravan Month: শ্রাবণী সোমবারে মিলবে মহাদেবের আশীর্বাদ, সুখ সমৃদ্ধিতে ফুলে ফেঁপে উঠবে সংসার, কী করবেন?

।। প্রথম কলকাতা ।।

Shravan Month: শ্রাবণ মাসের সোমবার করুন ছোট্ট কাজ। মিলবে মহাদেবের আশীর্বাদ। আর দুঃখ-কষ্ট থাকবে না। আপনি যদি নিত্য সাংসারিক ঝামেলায় অতিষ্ট হয়ে থাকেন তাহলে আরাধনা করুন মহাদেবের। তাঁর আশীর্বাদে সমস্ত দুশ্চিন্তা দূর হবে। মহাদেবের আরাধনায় শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ কেন? এই মাসে তাঁকে সন্তুষ্ট করতে ঠিক কি কি করবেন?

বছর জুড়ে মহাদেবের পুজো হলেও হিন্দু ধর্মগ্রন্থ গুলিতে শ্রাবণ মাসের এত গুরুত্ব কেন? আসলে এই মাসেই হয়েছিল সমুদ্র মন্থন। উঠে এসেছিল মারাত্মক বিষ। গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে সেই বিষ পান করেন মহাদেব। বিষের তেজে নীল হয়ে গিয়েছিল তাঁর শরীর। বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেন দেবী পার্বতী। সেই কথা স্মরণ করে প্রত্যেক বছর শ্রাবণ মাসে শিব ভক্তেরা মহাদেবের পুজো করেন। মাথায় ঢালেন দুধ আর জল।

জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়ে যাবে শ্রাবণ মাস। শ্রাবণে দেবাদিদেবের মাথায় জল ঢালতে বহু মানুষ হরিদ্বার, ঋষিকেশ, কৈলাসের দিকে যাত্রা করেন। কথিত আছে, এই সময় নিয়ম মেনে ভক্তি ভরে মহাদেবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয়, কেটে যায় জীবনে থাকা সমস্ত বাধা। সংসার ভরে ওঠে সুখ আর সমৃদ্ধিতে। আবার বহু মানুষ শ্রাবণের সোমবার সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখেন। শ্রাবণ মাসের সোমবার সুফল পেতে এবং আর্থিক কষ্ট দূর করতে কোন নিয়মে আরাধনা করবেন? একটু জেনে নিন।

মহাদেবের অমঙ্গলের সংহারক, তাঁর অশেষ কৃপায় দূর হবে জীবনের সমস্ত ঝড় ঝঞ্ঝা। তাই শ্রাবণ মাসকে এড়িয়ে যাবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version