Durga Puja 2023, Arrival- Departure: এবার মা দুর্গার আসা-যাওয়া দুই-ই ঘোড়ায়! ফল সামাজিক অস্থিরতা, হাহাকার, জানেন কেন?

।। প্রথম কলকাতা ।।

Durga Puja 2023, Arrival- Departure: পুজো অক্টোবরের শেষে পঞ্জিকা মতে এবার দেবীর আগমন ও গমণের ফল কি হতে পারে জানেন কি? বিশাল বৃষ্টি! নাকি অন্য কোনও বাধা? পুজো এতো দেরিতে বলেই কি এই আশঙ্কায় রয়েছেন জ্যোতিষীরা? আর হাতে গোনা কয়েকটি দিন। তার পরই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। একটু একটু করে বদলে যাচ্ছে প্রকৃতি। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে।

এই বছর দেবী ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন ও ঘোড়াতেই বিদায় নেবেন। এর ফল কিন্তু ভয়াবহ হতে পারে। বাড়বে সামাজিক অস্থিরতা। এমনটাই বলছেন জ্যোতিষীরা। এই বছর ২১ অক্টোবর সপ্তমী পড়েছে শনিবার। তাই দুর্গার আগমন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র-কন্যা সহ কৈলাশে ফিরবেন ঘোড়ার পিঠে আসীন হয়ে। শাস্ত্রমতে, দুর্গা যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফলে সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায়। এর ফলে রাজায়-রাজায় বা রাষ্ট্রে-রাষ্ট্রে যুদ্ধ হয়।সামাজিক ও রাজনৈতিকস্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে।যাকে এক কথায় বলে ‘ছত্রভঙ্গম’। দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে।

দেবী দুর্গা ও তাঁর পুত্র-কন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ করা থাকে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন যাবে। প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না। যদি কোনও বছর হয়, তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। এই বছর দুর্গার আসা ও যাওয়া, দুটোই হবে ঘোড়ায়। ফলে আগামী এক বছর অশুভ প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয়, আর গমন হয় দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে, তার উপরেই নির্ভর করে দেবীর কীসে আগমন ও কীসে গমন।

শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একই ভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হাতি। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় করে কৈলাশে ফিরবেন দেবী।

অক্টোবরের শেষ ভাগে পুজো, তাই মনোরম পরিবেশে এবার উৎসবে মাতবেন সকলেই, এমনটা আশা করা যেতেই পারে। কিন্তু দেবীর একই বাহনে আগমন ও প্রস্থানের কি প্রভাব আগামী এক বছরে পড়ে সেটাই দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version