Belgorod Russia Jet Drops Bomb: ইউক্রেন নয়, নিজের শহরেই বোম ফেলল রাশিয়া! ভয়াবহ বিস্ফোরণ বেলগোরোডে

।। প্রথম কলকাতা ।।

Belgorod Russia Jet Drops Bomb: ইউক্রেন (Ukraine) নয়, নিজের শহরেই বোম (Bomb) ফেলল রাশিয়া (Russia)। যা দেখে হতবাক গোটা বিশ্ব। ঘটনাটি একেবারেই তুচ্ছ নয়। এর কারণে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে রাশিয়ার একটি শহরে। এলাকার মানুষ রীতিমত আতঙ্কিত। বিস্ফোরণের জায়গায় সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। অনেকে বলছেন, ইউক্রেনের ক্ষতি করতে গিয়ে এবার নিজের ক্ষতি করছেন পুতিন।

রাশিয়ার একটি সুখোই যুদ্ধবিমান ভুলবশত তার নিজের শহর বেলগোরোডে বোমা ফেলেছে। এই বোমা বিস্ফোরণে সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয় এবং স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণে বহু বাড়ি ও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। এমত পরিস্থিতিতে আশ্চর্যজনক ভাবে, পুতিনের সেনাবাহিনী ভুলবশত তার নিজের শহরকে লক্ষ্য করে। রাশিয়ার সুখোই-২৪ যুদ্ধবিমান ভুলবশত রাশিয়ার ইউক্রেন সংলগ্ন শহর বেলগোরোডে বোমা ফেলেছে। গতকাল রাতে এই বোমা পড়ে নগরীর সড়কে ৬৫ ফুট বড় গর্তের সৃষ্টি হয়। এই ঘটনার পরে, একটি বিকট শব্দ হয় যা রাশিয়ান নাগরিকদের আতঙ্কিত করে তোলে। এই বোমার আঘাতে আশেপাশে পার্ক করা গাড়িগুলো ধ্বংস হয়ে যায় এবং প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, বিস্ফোরণের আগেও তারা বিকট শব্দ শুনেছেন।

বেলগোরোড শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি সুখোই Su-34 বিমান বেলগোরোড শহরের উপর দিয়ে উড়ছিল এবং ভুলবশত নিজের ভূখণ্ডে বোমা ফেলে। রাশিয়ান পাইলট ইউক্রেনের শহর খারকিভে বোমাটি ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে, যা একটি প্রতিবেশী শহর। খারকিভ শহরেও রাতভর বিমান সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে রুশ হামলায় খারকিভ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বেলগোরোড অঞ্চলের গভর্নর বলেছেন যে শহরে একটি বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণে কোনও বেসামরিক নাগরিকের মৃত্যু হয়নি। দুই বেসামরিক ব্যক্তি আংশিকভাবে আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে । বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাশের একটি দোকানের ছাদে একটি গাড়ি উড়ে যায়। বিস্ফোরণের জেরে আশপাশের বহু ভবনের কাঁচ ভেঙে গিয়েছে এবং বিপুল সংখ্যক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, এলাকার বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়েছে। রাশিয়ান গভর্নর বলেছেন যে নাগরিকদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছাকাছি হোটেলে নিয়ে যাওয়া যেতে পারে। এর আগে জানুয়ারিতে তিনি বলেছিলেন যে যুদ্ধে এ পর্যন্ত এলাকার ২৫ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হয়েছে। রাশিয়া তার Sukhoi Su-34 কে অত্যন্ত আধুনিক বলে বর্ণনা করছে এবং এই ঘটনার পর বিমান ও পাইলটের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের অভ্যন্তরে রুশ অধিকৃত শহর পরিদর্শন করে তার সৈন্যদের উৎসাহিত করেছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version