Cassia-leaf Farming: শুধু মসলা নয় ঔষুধি গুণ রয়েছে তেজপাতায়, জেনে নিন এই সহজ চাষের পদ্ধতি

।। প্রথম কলকাতা ।।

Cassia-leaf Farming: ভারতীয়দের কাছে তেজপাতা সাধারণত মসলা হিসেবে পরিচিত। তবে জানেন কি এই পাতার রয়েছে একাধিক ঔঔষধিগু। শুধুমাত্র রান্নার ক্ষেত্রেই নয় চর্মরোগ থেকে শুরু করে খাদ্যে অরুচি, এমনকি মাড়ির ক্ষত সারাতেও এই পাতা ভীষণভাবে উপকারী। কিছু কিছু ক্ষেত্রে তেজপাতা ব্যবহার করা হয় কসমেটিকস তৈরি করতে। কাজেই তেজপাতা চাষ বাণিজ্যিকভাবে কতটা লাভজনক তা বলাই বাহুল্য। এই কারণে বর্তমানে ভারতের কৃষকরা তেজপাতা চাষ করার দিকে আগ্রহ প্রকাশ করেছেন।

এইভাবে পরিচর্যা করলে তেজপাতা গাছ বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। যা কৃষক বন্ধুদের লাভের মুখ দেখতে সাহায্য করবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version