Tax Free Alcohol: নতুন বছরে মদের উপর আর ট্যাক্স নয়, ফ্রিতে পাওয়া যাবে লাইসেন্স!

।। প্রথম কলকাতা ।।

Tax Free Alcohol: কর মুক্ত কেনাকাটার জন্য বারংবার বিশ্ব জুড়ে শিরোনামে চলে এসেছে দুবাইয়ের বাজার (Dubai Market)। শুধু ভারত নয়, সারা বিশ্বের বহু মানুষ দুবাইয়ে শপিং ফেস্টিভ্যালে পৌঁছান। পর্যটকদের এখানে এত দিন মদের জন্য ট্যাক্স দিতে হত। কিন্তু সেক্ষেত্রে এবার স্বস্তি মিলল। দুবাই সরকার মদের উপর ট্যাক্স তুলে নিয়েছে। এছাড়াও কেউ যদি অ্যালকোহলের ব্যবসায় লাইসেন্স (liquor licence) চান সেক্ষেত্রে বহু সুবিধা পাবেন।

মূলত পর্যটনের বৃদ্ধিতে দুবাই রাজ পরিবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। দুবাই সরকার মদ বিক্রির উপর যে ৩০ শতাংশ কর নিত, তা বাতিল করেছে এবং মদ লাইসেন্স পাওয়ার জন্য যে ফি নেওয়া হত সেই নিয়ম বিলুপ্ত করেছে। অতএব এবার থেকে দুবাইতে বিনা করে মদ (Tax free alcohol) পাওয়া যাবে ।

নতুন বছর উপলক্ষে দুবাইয়ের দুটি সরকারি কোম্পানি এই ঘোষণা করেছে। এই দুটি কোম্পানি এমিরেটস (Emirates) গ্রুপের অংশ। এই নতুন নিয়মের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন আল মাকতুম পরিবার (Al Maktoum Family)। পর্যটনের উন্নয়নে দুবাই বারংবার পর্যটক বান্ধব পদক্ষেপ নিয়েছে। এমনকি রমজান মাসেও দুবাইতে অ্যালকোহল পাওয়া যায়। দুবাইয়ের আইন অনুযায়ী, অ্যালকোহল পান করার জন্য অমুসলিমদের বয়স হতে হবে ২১ বছর কিংবা তার বেশি।

দুবাইতে অ্যালকোহল সংক্রান্ত নিয়মগুলি ধীরে ধীরে শিথিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে রমজানের দিনে মদ বিক্রির অনুমতি দেওয়া থেকে শুরু করে মহামারীর শুরুতে লকডাউন চলাকালীন হোম ডেলিভারি দেওয়া। অ্যালকোহল বিক্রি দীর্ঘকাল ধরে দুবাইয়ের অর্থনীতির মূল ব্যারোমিটার হিসাবে কাজ করেছে। কাতার বিশ্বকাপের সময় দুবাইয়ের অনেক বার ফুটবল ভক্তদের আকৃষ্ট করেছিল। কাতারে অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছিল, তাই ফুটবল ভক্তরা দুবাইয়ের পানশালায় ভিড় করেছিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version