Business translation agency: লোকসানের ভয় নেই, খুলে ফেলুন অনুবাদকেন্দ্র

।। প্রথম কলকাতা ।।

Business translation agency: আমাদের দেশে অনেক অনুবাদ কেন্দ্র রয়েছে। কেউ উদ্যোক্তা হতে চাইলে একে ব্যবসা (Business) হিসেবে নিতে পারেন। তাহলে জেনে নিন ব্যবসা হিসেবে অনুবাদ কেন্দ্রের ভূমিকা কী?

অনুবাদ কেন্দ্র করতে হলে প্রথমেই আপনাকে হতে হবে একজন উদ্যোক্তা। তবে এক বা একাধিক ব্যক্তিও উদ্যোক্তা হতে পারেন। অফিস, আসবাবপত্র এবং প্রয়োজনীয় উপকরণের জন্য দরকার পুঁজি। আর অনুমোদন অনুবাদকেন্দ্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

আমাদের দেশে কাজের অনেক ক্ষেত্র তৈরি হচ্ছে। এরকম একটি কাজ অনুবাদ। দলিল, হলফ নামা জীবন বৃত্তান্ত বিভিন্ন শিক্ষা (Education) প্রতিষ্ঠানের সার্টিফিকেট মামলার কাগজপত্র, ভিসা সংক্রান্ত বিভিন্ন কাগজ এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা হয় এই কাজের মাধ্যমে। এছাড়া বিদেশি ভাষা যেমন জাপানিজ, চাইনিজ, ইংরেজি, ফরাসি জার্মান রাশিয়ান, হিন্দি পর্তুগিজ প্রভৃতি ভাষা অনুবাদ করতে হয়। এ ধরনের কেন্দ্র গড়ে তুলতে বিশেষ কোনো বিনিয়োগ প্রয়োজন হয় না।

৮ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন। জায়গা অনুযায়ী মূলধনের পরিমাণ কম বেশি হতে পারে। একটি অনুবাদ কেন্দ্র থেকে মাসে খরচ ছাড়া ৩০ থেকে ৫০ হাজার টাকা আয় করা যায়। এ ব্যবসা লোকসানের তেমন কোনো আশঙ্কা নেই। বিদেশি ভাষায় দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি নিজেই একটি অনুবাদকেন্দ্র গড়ে তুলতে পারেন। একজন অনুবাদকের ন্যূনতম যোগ্যতা থাকা দরকার স্নাতক কিংবা স্নাতকোত্তর। এছাড়াও বিভিন্ন ভাষায় অভিজ্ঞ লোক দিয়ে কাজ করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version