Body Builder Shuvo: ‘নতুন ফেডারেশন গড়া হোক’, আজীবনের জন্য ব্যান হয়ে প্রতিক্রিয়া বাংলাদেশি বডি বিল্ডার শুভর

।। প্রথম কলকাতা ।।

Body Builder Shuvo: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বাংলাদেশের ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। কারণ সেখানে এক বডি বিল্ডারকে পুরস্কার নেওয়ার পর তাতে লাথি মারতে দেখা গিয়েছে। যাকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে ওই বডি বিল্ডার (Body Builder) হলেন জাহিদ হাসান শুভ (Jahid Hasan Shuvo) । ঘটনাটি ঘটে ২৩ ডিসেম্বর বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বডি বিল্ডারের ওই আচরণ কোনোভাবেই মেনে নিতে পারেনি ফেডারেশন। যার কারণে একটি জরুরী সভার মাধ্যমে জাহিদ হাসান শুভকে আজীবন বডি বিল্ডিং থেকে নিষিদ্ধ (Ban) করা হয়।

এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিরোধ গড়ে ওঠে। বডি বিল্ডার শুভর পক্ষে কথা বলেন তাঁর অনুরাগীরা। আসলে ঘটনাটি হল, গত শুক্রবার বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের (Bangladesh Body Building Federation) আয়োজিত একটি প্রতিযোগিতায় ১১ জন বিচারকের প্যানেলের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সিলভার মেডেল যেতেন ওই বডি বিল্ডার। কিন্তু সেই রায়ে শুভ সন্তুষ্ট ছিলেন না। শুভর কথায়, তিনি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কাছে মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলার জন্য মাইক চেয়েছিলেন। কিন্তু সেই মাইক দেওয়ার বদলে রীতিমতো তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় । এরপরেই দেখা যায় মঞ্চ থেকে নামার পর পুরস্কারের লাঠি দিয়ে প্রতিবাদ জানান শুভ।

যদিও এই প্রসঙ্গে প্রবাস বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, শুভর কর্মকাণ্ডে অডিটোরিয়ামে থাকার শরীর গঠনবিদরাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন । প্রতিযোগিতা চলাকালীন শৃঙ্খলা ভঙ্গ করে সে । খেলাধুলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাকে আজীবন ব্যান করা সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্য ডেইলি জনকন্ঠের নেওয়া একটি ইন্টারভিউতে বডি বিল্ডার শুভ বলেন, ‘শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ এবং একটি শিক্ষিত জাজ প্যানেল কখনও এই ধরনের আচরণ করতে পারে না’। বডি বিল্ডিংয়ে চার বারের গোল্ড মেডেল জয়ী শুভ জানান, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সেই বডি বিল্ডিং প্রতিযোগিতায় যিনি প্রথম হন তিনি গত বছরে শুভ সঙ্গে প্রতিযোগিতাতেই ছিলেন। তিনি পেয়েছিলেন তৃতীয় পজিশন। কিন্তু সেই সময় শুভ চ্যাম্পিয়ন ছিলেন। মাঝের সময়ে শুভ নিজেকে আরও পাকাপোক্তভাবে তৈরি করেছেন। এক বছরের মধ্যে তাঁর জেনেটিক পরিবর্তন এসেছে, মাসেল ম্যাচিউরিটি বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ কেজি মাসেল বাড়িয়েছেন তিনি এই এক বছরে।

এর পরিপ্রেক্ষিতে শুভর প্রশ্ন, এক বছর আগেই তিনি যাদেরকে হারিয়ে প্রথম অবস্থান ছিনিয়ে নিয়েছিলেন এক বছর পর কীভাবে তাঁরা তাকে হারাতে পারে ? এক্ষেত্রে ফেডারেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সোচ্চার হন তিনি । তবে প্রতিযোগীদের সঙ্গে তাঁর কোনো রকম সমস্যা নেই বলেই জানিয়েছেন শুভ। আর এই প্রতিযোগিতার ফল ঘোষণা যদি টাকা লেনদেনের মাধ্যমে হয়ে থাকে সেক্ষেত্রেও যারা টাকা নিয়েছে তাদেরকেই দোষী বলে মনে করেন এই বডি বিল্ডার।

শুভ আরও বলেন, ‘বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন কাল তৈরি হয়নি । বহুদিন পূর্বে তৈরি হয়েছে । কিন্তু ফেডারেশনের স্কোরবোর্ড কোথায় ? চুরিও করবে ব্যানও করবে ! অসম্ভব , প্রতিবাদ করব প্রতিরোধ গড়ব। দেশে যদি ন্যায় বিচার বেঁচে থাকে তাহলে আমি এই দেশ থেকে ন্যায় পাবো। যতবার অন্যায় হবে ততবার অন্যায়ের চেহারায় লাথি হবে। ফেডারেশনকে আমি বয়কট করছি। প্রয়োজনে নতুন ফেডারেশনের ডাক দেব । নতুন ফেডারেশন করা হোক। সরকারের কাছে আবেদন, ফেডারেশনের দায়িত্বপ্রাপ্তদের বরখাস্ত করা হোক। দেখে শুনে ফেডারেশনে নতুন সদস্য নিয়োগ করা হোক। আমার অধিকার আমাকে ফেরত দিতেই হবে’।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version