Packers and Movers: ব্যস্ত জীবনে চাই সাহায্যের হাত, কম পুঁজিতে শুরু করুন প্যাকার্স অ্যান্ড মুভার্স বিজনেস

।। প্রথম কলকাতা ।।

Packers and Movers: দিন যত এগোচ্ছে ততই যেন মানুষ ব্যস্ত হয়ে পড়ছেন। একদিকে কাজের ব্যস্ততা আর অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে সময় দিতে গিয়ে নিজেদের প্রয়োজনীয় কাজগুলিও করা অসম্ভব হয়ে উঠছে। এই ব্যস্ততার মধ্যে যদি ঘর পরিবর্তন করতে হয় তাহলে তো কোন কথাই নেই। মাথার উপর আকাশ ভেঙে পড়া জোগাড়। তবে মানুষের ব্যস্ততা যেমন বেড়েছে তেমনি সাহায্য পাওয়ার বিভিন্ন জায়গা তৈরি হয়েছে। এখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে শিফ্ট (Shifting) করলে আর মালপত্র বইয়ে নিয়ে যাবার কিংবা ঘরবাড়ি পরিষ্কার করার চিন্তা করতে হয় না। কারণ অল্প কিছু টাকার বিনিময়ে পাওয়া যায় প্যাকার্স এবং মুভার্সদের (Packers and Movers)।

* প্যাকার্স এবং মুভার্স আসলে কী?

সোজা কথায় বলতে গেলে প্যাকার্স এবং মুভার্স হল আপনার অপরিচিত সাহায্যের হাত। সাধারণত বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাড়ির কাজে সাহায্য করার জন্য হাউস হেল্প খোঁজার বিষয়টি সঙ্গে অনেকেই পরিচিত থাকবেন। এই প্যাকার্স এবং মুভার্স ঠিক তেমনি। কোন একটি কোম্পানি নিজেদের অধীনে একাধিক কর্মী রাখেন। সেই কোম্পানির মূল কাজ হয় তাঁর ক্লায়েন্টের বাড়ি পরিষ্কার করা, বাড়ির জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় শিফ্ট করা অথবা শিফ্ট করার আগে পুরনো বাড়ি থেকে সেই গুলি ভালো মতো প্যাক করে নতুন বাড়িতে সেইগুলি আনপ্যাক করে দেওয়া। সাধারণত যে কাজ পরিবারের সকলে মিলে করতে হতো আগে এখন সেটাই করে এই কোম্পানিগুলি (Companies)।

* কীভাবে কাজ করেন প্যাকার্স এবং মুভার্সরা?

বর্তমানে প্রযুক্তির সাহায্যে সবকিছুই প্রায় আমাদের হাতের কাছে চলে এসেছে। এক্ষেত্রেও এই ধরনের হোম সার্ভিস কোম্পানিগুলির ওয়েবসাইট কিংবা application থাকে। সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এছাড়াও সরাসরি ফোনের মাধ্যমে কথা বলে নিতে পারবেন। আপনার কোন দিন কোন তারিখ কত সময়ের জন্য প্যাকার্স কিংবা মুভার্স প্রয়োজন সেটা আগে থেকেই বুক করে রাখতে হবে। তাদেরকে নির্দিষ্ট লোকেশন দিয়ে রাখতে হবে। নির্দিষ্ট দিনে আপনার ঠিকানায় এসে উপস্থিত হবেন প্যাকার্স অথবা মুভার্সরা। যদি দুই ক্ষেত্রেই কর্মী প্রয়োজন হয় তাহলে সেটাও বুক করে রাখতে পারেন।

এক্ষেত্রে দায়িত্বশীল কোম্পানির কর্মীরা এসে আপনার বাড়ির বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন জিনিস ভালোমতো প্যাকিং করে বের করে নিয়ে যাবে। যে অ্যাড্রেসে সেগুলি পৌঁছানোর দরকার তাঁরাই নিজেদের গাড়ি এনে সেই মালগুলি পৌঁছে দেবে। প্রয়োজনে তাঁরাই আবার নতুন জায়গায় আসবাবপত্র এবং অন্যান্য জিনিসগুলি আনপ্যাকও করে দিতে পার।

* এই ব্যবসা শুরু করতে কী প্রয়োজন ?

এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি পুঁজি বিনিয়োগ করার প্রয়োজন হয় না। তবে এই ব্যবসার জন্য সবথেকে বেশি প্রয়োজন হয় লোকবল । অর্থাৎ আপনাকে প্রথমেই কমপক্ষে পাঁচজন কর্মী নিয়োগ করতে হবে। আপনাকে তাদের বেতনের ব্যবস্থা করতে হবে এবং মাল বহন করার জন্য গাড়ি ও ড্রাইভারের ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে অগ্রিম কিছু টাকা নিতে পারেন। আর এই ব্যবসায় লোকসানের তেমন কোন জায়গা নেই। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী কাজ এবং সেই অনুযায়ী পেমেন্ট। বর্তমানে যেহেতু প্রত্যেকটি বাড়িতেই বেশিরভাগ মানুষ কর্মব্যস্ততার মধ্যে থাকেন, তাই এই ধরনের সার্ভিস গুলি খুব বেশি জনপ্রিয়তা লাভ করেছে বিদেশে। বর্তমানে ভারতের অন্যান্য রাজ্যেও এই প্যাকার্স এবং মুভার্সের চাহিদা ভালোই রয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version