IND vs AUS : মোতেরা টেস্টে টস করবেন নরেন্দ্র মোদি, উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

।। প্রথম কলকাতা ।।

 

বৃহস্পতিবার আহমেদাবাদে বর্ডার-গাভাস্কার ট্রফির চলতি সিরিজের চতুর্থ এবং শেষ টেস্টে টসে নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইটে আলবেনিজ রেডিও সাক্ষাৎকারে বলেন “অনেক চাপ আছে কারণ আমি এবং প্রধানমন্ত্রী মোদী মুদ্রাটি ছুঁড়ে ফেলছি।”

 

তবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেননি যে তিনি নাকি প্রধানমন্ত্রী মোদি এই মুদ্রা ছুড়বেন। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, টস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নামে নামাঙ্কিত স্টেডিয়ামে তাকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিসির নিয়মানুযায়ী টস করেন ওই ম্যাচের ধারাভাষ্যকর। তবে কিভাবে দেশের প্রধান টস করতে পারেন, সে নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।

 

ভারতে তার চলমান সফরের আগে নোভা ৯৩.৭ পার্থে দেওয়া রেডিও সাক্ষাত্কারে, আলবেনিজ স্বাগতিক ন্যাট লক এবং শন ম্যাকম্যানাসকে নিশ্চিত করেছেন যে তিনি এবং প্রধানমন্ত্রী মোদি আহমেদাবাদ টেস্টের টসে থাকবেন। ন্যাট প্রশ্ন করেন দুজন ব্যক্তি কীভাবে একটি মুদ্রা টস করে? অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি না এটি কীভাবে কাজ করবে। তবে তিনি হোম প্রধানমন্ত্রী। তাই, আমি মনে করি তিনি দায়িত্বে থাকবেন।”

 

এর আগে, ভারতের অস্ট্রেলিয়ান হাইকমিশনার ব্যারি ও’ফারেল এএনআইকে বলেছিলেন যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ৯ মার্চ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে চলমান বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টের ১ দিন উপস্থিত থাকবেন।

Exit mobile version