Cyclone Mocha: মোকায় মায়ানমারের প্রবল ঝড়, নার্গিসের স্মৃতি ফিরল কি?

।। প্রথম কলকাতা ।।

Cyclone Mocha: মোকায় মায়ানমারের ভয়ানক পরিস্থিতি। জানেন হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল নিজেদের প্রাণ বাঁচাতে। জান্তা শাসিত মায়ানমারে কি ব্যবস্থা নেওয়া হল? নাকি এখানেও গন্ডগোল। এমূহুর্তে মায়ানমারে সিতওয়ের অবস্থা জানলে অবাক হয়ে যাবেন। বন্যায় ভেসে যাচ্ছে রাস্তাঘাট, প্রবল ঝড় মায়ানমারের। পাক্কা ৬ বছর পর ফের সর্বনাশের মুখে পড়ল মায়ানমারের ওপর।

রবিবার ১.৪০ নাগাদ মায়ানমারের সিতওয়ে পোর্টে আছড়ে পড়ে মোকা। তখন গতিবেগ ২০০ কিমি না সুপার সাইক্লোন হয়নি মোকা তবে ঠিক কী অবস্থা মায়ানমারের? মোকা আছড়া পড়ার একদিন আগেই সিতওয়ে উপকূলে থাকা মানুষ কার্যত গ্রামের পর গ্রাম ফাঁকা করে দিয়েছিল। সিতওয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমারের পশ্চিমভাগে অবস্থিত আরাকান অঞ্চলের রাখাইন রাজ্যের রাজধানী ও একটি বন্দর নগরী এটি কালাদান নদীর মোহনায় বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। একবার ঝড়ের দাপট আছড়ে পড়লে তারা আর প্রাণে বাঁচতে পারবে না। রিপোর্ট বলছে জান্তা সরকার রাখাইন উপকূলের গ্রামগুলোকে রীতিমত খালি করেছে। এমনকি সোমবার পর্যন্ত রাখাইন স্টেটে উড়ানও বন্ধ রাখা হয়েছে। ২০০৮ সালের নার্গিসে মায়ানমারের দক্ষিণের প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষ নিহত হন। সেই স্মৃতি এখনও টাটকা মায়ানমারের মনে।

তাই নিজের প্রিয়জন, গবাদি পশুদের সঙ্গে নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায় মানুষ। অনেকেই প্রার্থনা করেছিলেন যাতে এই ঝড় কোনওভাবে অন্যদিকে ঘুরে যায় কিন্তু নিয়তি এখনও পর্যন্ত মায়ানমারের কতটা ক্ষয়ক্ষতি করেছে মোকা সেটা ধীরে ধীরে জানা যাবে৷ তবে ২০১৭ সালে ঘূর্ণিঝড় মারুথা আছড়ে পড়ায় বন্যায় ভেসে গেছিল মায়ানমার। ২০০৮ সালের নার্গিস তার মধ্যে একটা বড় আতঙ্ক। অন্তত ৫৫ হাজার মানুষ নিখোঁজ হয়েছিল এই একটা ঝড়ে।

এবারও কি হিসেবটা সেরকমই দাঁড়াবে? নাকি ততটাও প্রভাব পড়বে না৷ টুইটার থেকে পাওয়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে প্রবল ঝড় বইছে রাখাইন-সিতওয়ে অঞ্চলে। রাস্তাঘাট একেবারে বন্যায় ভেসে গিয়েছে। অনেকেই বলছেন এ যেন ২০১০ সালে সাইক্লোন গিরি-র স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ১ মিনিটের ঝড়ে সর্বস্বান্ত হয়ে গিয়েছিল মায়ানমারের বহু এলাকা। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউএনওসিএইচএ ঘূর্ণিঝড় মোখায় মায়ানমারের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version