Abhijeet Bhattacharya: ‘মিউজিসিয়ানরা বেকার এ আর রহমানের জন্য!’ হুঙ্কার অভিজিৎ-এর

।। প্রথম কলকাতা।।

Abhijeet Bhattacharya: ‘আমরা সিঙ্গার জন্মেছি, এখনকার দিনে গায়ক তৈরি হয়’। এরকমই কিছু মন্তব্য জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘অপুর সংসার’-এ (Apur Sangsar) এসে করেছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে টলি পাড়ার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) সামনে বর্তমান দিনের গায়ক ও গায়িকাদের নিয়ে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে অভিজিৎকে। তাঁর কথায়, এখন প্রত্যেকটা হিরোইন গান করছে। প্রত্যেকটা স্টার যাঁদের জন্য একসময় আমরা গান করেছি, তাঁরা আজ গান করছে। পাব্লিকালি ওঁরা যদি নিজের আসল গলায় গান গায়, তাহলে লোকেদের কাছে মার খেয়ে যাবে।

তাঁর কথায়, এখন মিউজিক বলে আলাদা করে কিছু নেই। সবাই মিউজিক ডাইরেক্টর, সবাই সিঙ্গার। পরক্ষণেই শাশ্বত জিজ্ঞাসা করেন, এ আর রহমানকে (A R Rahman) তিনি কী প্রশ্ন করতে চান। তাঁর বক্তব্য, এ আর রহমান মিউজিসিয়ানদের পেটে লাথ মেরেছে। কিন্তু কীভাবে? তাঁর কথায়, রহমান সাব সকলকে শিখিয়েছেন তোমাদের মিউজিসিয়ান হবার দরকার নেই। সরস্বতী আরাধনা করারও কোনও প্রয়োজন নেই। ল্যাপটপেই সমস্ত কিছু হয়ে যাবে। তিনি এ আর রহমানকে মিউজিসিয়ান মনেই করেন না। তাঁর মতে, রহমান কোনও মিউজিসিয়ানই নয়। উনি এক্সপেরিমেন্ট করেছেন Techno’তে, কোনও মিউজিকাল ইন্সট্রুমেন্টে এক্সপেরিমেন্ট করেননি। আর সেখানে পঞ্চমদা আর জলি মুখার্জি কোথায়। তাঁরা আসল এক্সপেরিমেন্ট করেছে। আজকে দেশের মিউজিসিয়ান, যাঁদের কাছে কাজ নেই, তার একমাত্র কারণ এ আর রহমান।

পাশাপাশি ভিডিওর দরুন জানা গিয়েছে, বিশিষ্ট এক মহিলার গলার নকল করতে পারেন অভিজিৎ। কে তিনি? সে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi)। একসময় শাহরুখের (Shah Rukh Khan) লিপে হামেশাই তাঁর গান শোনা গিয়েছে। গায়কের বক্তব্য, আগে একটা অথেন্টিক জিনিস ছিল। কোথায় ‘মে কই অ্যাসা গীত গাউ’, আর কোথায় ‘লুঙ্গি ডান্স’। ছবির সবশেষে সিঙ্গারদের নাম দেখানো হচ্ছে। যখন হল থেকে সমস্ত লোকেরা বেরিয়ে চলে গেল, তখন আসছে তাঁদের নাম যাঁদের জন্য আজ তাঁরা সুপারস্টার। পরবর্তীতে পাবলিকালি জানিয়ে দিলাম শাহরুখের জন্য আর গান গাইব না। গায়ক বিশ্বাস করেন, তাঁর গলা একমাত্র সুপারস্টার মেটেরিয়ালকেই স্যুট করে। এরপর দেবের উদাহরণ এবং সইফ আলি খানের উদাহরণ দেন তিনি। সেইসঙ্গে উদিত নারায়ণ, কুমার শানুকে দশে দশ দিয়েছেন, আর নিজেকে ‘আই অ্যাম দ্য বেস্ট’ বলেছেন অভিজিৎ ভট্টাচার্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version