Turkey And Syria Earthquake: তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে শোক পালন বাংলাদেশে! অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

।। প্রথম কলকাতা ।।

Turkey And Syria Earthquake: তুরস্ক যেন মৃত্যুপুরী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা পেরিয়েছে ৮০০০ এর বেশি। আশঙ্কা করা হচ্ছে এই ভূমিকম্পে মৃত্যু হয়েছে প্রায় কুড়ি হাজার মানুষের। আহতদের সংখ্যার কোন শেষ নেই। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে প্রচুর মানুষ। গোটা বিশ্ব তুরস্ক আর সিরিয়ার (Turkey And Syria) দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের উদ্ধার কার্যের দল ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার (Turkey And Syria) নাগরিকদের মৃত্যুতে বাংলাদেশে (Bangladesh) ৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক আর সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে দেশটি রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করবে। সেই উপলক্ষে ৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে। মন্ত্রিপরিষদ একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করার আয়োজনের কথা জানায়।

সোমবার ভোররাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই হঠাৎ কেঁপে ওঠে তুরস্ক। পাশাপাশি একইভাবে বিপর্যয়ের মুখে পড়েছে সিরিয়া। ভয়াবহ ভূমিকম্পে প্রভাবিত হয়েছে লেবাননের পাশাপাশি সাইপ্রাসও। তুরস্ক পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। তুরস্কের বাতাসে এখন শুধু হাহাকার। উদ্ধার কার্য চালিয়ে শেষ করা যাচ্ছে না। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে শতাধিক বাড়ি। দেশটি একদিনের মধ্যে পেয়েছে প্রায় ১০০ টির বেশি আফটার শক। ফিরে এসেছে ৮৪ বছরের পুরনো সেই ভয়াবহ স্মৃতি। ঠিক এমন ভাবেই ৮৪ বছর আগে তুরস্ক ভূমিকম্পের মুখে পড়ে যার কারণে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৩০ হাজারের বেশি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version