Mobile accessories business: কম পুঁজিতে বেশি লাভ, আজই শুরু করে দিন মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা

।। প্রথম কলকাতা ।‌।

Mobile accessories business:মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিজনেস একটি স্মার্ট ব্যবসা। যে কেউ এই ব্যবসা করতে পারেন। মোবাইল ফোনের বিভিন্ন পার্টস নিয়ে ব্যবসা করাকে বলা হয় মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিজনেস। আপনি পাইকারি থেকে মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ নিয়ে খুচরো ব্যবসা করতে পারেন। অথবা চাইলে আপনি আমদানিকারি বা উৎপাদনকারীদের থেকে এই সকল প্রোডাক্ট নিয়ে পাইকারি ব্যবসা করতে পারেন। বর্তমান বাজারে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এর চাহিদা অনেক। দিন দিন এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মানুষ স্মার্টফোন ব্যবহার করছে, তাই এর চাহিদা বাড়ছে।

ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু উপাদান দরকার। তার মধ্যে অন্যতম হল পুঁজি। কারণ সকল উপাদান পুঁজির উপর নির্ভরশীল থাকে। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ বিজনেস করতে হলে আপনার অনেক বেশি পুঁজির দরকার নেই। তবে যত বেশি পুঁজি থাকবে ব্যবসায় তত ভালো হবে।

আপনি ব্যবসা করবেন ভালো কথা কিন্তু কোন স্থানে ব্যবসা করবেন এটা নির্বাচন করা জরুরী। ভালো ব্যবসার জন্য জনবহুল স্থান থাকা জরুরী। আপনি অ্যাক্সেসরিজ রিলেটেড মার্কেটে দোকান নিতে পারেন। এর ফলে বিক্রি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

আপনি ব্যবসা করতে পারেন দুভাবে। একটি পাইকারি এবং আরেকটি খুচরো ব্যবসা করতে পারেন। এর জন্য আপনাকে প্রোডাক্ট ক্রয় করতে হবে। ব্যবসার উন্নতি করার জন্য গুণগতমানের প্রোডাক্ট ক্রয় করতে হবে। লাভের আশায় নিম্নমানের প্রোডাক্ট ক্রয় করা যাবে না। কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট ক্রয় করতে হবে।

তবে অবশ্যই লাভজনক ব্যবসা হচ্ছে পাইকারি ব্যবসা। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পুঁজি বিনিয়োগ নিয়োগ করতে পারেন তাহলে পাইকারি ব্যবসা করতে পারেন। পাইকারি ব্যবসায় অল্প লাভে বিক্রি বেশি হওয়ার কারণে মুনাফার পরিমাণ বেশি হয়। আর আপনি আপনার দোকান থেকেও বিক্রি করতে পারেন। আবার অন্যদিকে আপনি আপনার ব্যবসার বিস্তার লাভ করার জন্য অনলাইনে বিক্রি করতে পারেন‌। এটি বর্তমানে একটি জনপ্রিয় বিজনেস সিস্টেম। আপনি আপনার প্রোডাক্ট এর ছবি তুলবেন। সেই ছবি আপনি ফেসবুক ও গুগলের মাধ্যমে প্রমোট করবেন। এর ফলে আপনার বিক্রি বৃদ্ধি পাবে।

তবে ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ করতে হবে মাত্র ৫ হাজার টাকা। কিন্তু আয় হতে পারে বিশাল। অল্প পুঁজিতে কোনো ব্যক্তি মোবাইল অ্যাক্সেসরিজ এর ব্যবসা শুরু করতে পারেন। প্রাথমিকভাবে মোবাইল চার্জার, ইয়ারফোন, ব্লুটুথ এবং মোবাইল স্ট্যান্ড এর মতো আইটেম দোকানে রেখে তা বিক্রি করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version